গত বছরের মন্দাভাব কাটিয়ে চলতি বছর যেন ‘ইউটার্ন’ নিয়ে হিন্দি সিনেমা। আবার প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকেরা। তবে মোটাদাগে চলতি বছর সিকুয়েল সিনেমা বেশ পছন্দ করছেন ভারতীয় দর্শকেরা। এই যেমন ‘গদার ২’, ‘ওএমজি ২’ থেকে ‘ড্রিম গার্ল ২’ মুক্তির পর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। কিন্তু কেন সিকুয়েল সিনেমার এই রমরমা? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে সেটাই জানার চেষ্টা করা যাক।
চেনা চরিত্র
কোনো সিনেমা ব্যাপক জনপ্রিয় হওয়ার পরই সাধারণত সেটির সিকুয়েল তৈরি হয়। প্রথম সিনেমার চরিত্রগুলো সাধারণ দর্শকের মধ্যে জনপ্রিয়তা পায়, ফলে পরের কিস্তিতে চরিত্রগুলোর যাত্রা দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা।
এ কারণে আবারও তাঁরা হলে যান। এই কারণেই ‘দাবাং’-এর সিকুয়েলগুলো সমালোচকেরা পাত্তা না দিলেও সালমান খান অভিনীত ‘চুলবুল পাণ্ডে’কে দেখতে ভিড় করেছেন দর্শকেরা।
আবেগের যোগ
‘দৃশ্যম’ মূলত মালয়ালম ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ভারতের বহু ভাষায় বহুবার সিনেমাটির রিমেক হয়েছে। তারপরও সিনেমাটি মুক্তি পেলেও ছবিটি দেখতে ভিড় করেন মানুষ। টিভিতে প্রচারিত হলে তো কথাই নেই, বহুবার দেখা হলেও চোখ ফেরাতে পারেন না দর্শক।
এর সবচেয়ে বড় কারণ সিনেমাটির সঙ্গে দর্শকের একধরনের আবেগের যোগ তৈরি হয়। ‘দৃশ্যম’-এ যেমন প্রধান চরিত্র ও তার পরিবারের প্রতি সাধারণ মানুষের একটা ভালো লাগা তৈরি হয়, যা তাঁদের বারবার হলমুখী করে। একই কথা প্রযোজ্য ‘গদার’-এর ক্ষেত্রেও। তারা সিং আবার কীভাবে নিজের দাপট দেখান, সেটা দেখতেই ভিড় করেছেন মানুষ।
পরীক্ষিত গল্প
‘দাবাং’, ‘দৃশ্যম’ থেকে ‘গদার ২’—সিকুয়েলে গল্পের ধরন কী হবে, তা অনুমান করা শক্ত নয়। কিন্তু তারপরও মানুষ হলে যান, প্রথম কিস্তি ভালো লেগেছিল, সেই ভরসা থেকেই। অনেক দর্শক মনে করেন, আর যা–ই হোক, চেনা চরিত্রগুলো নিয়ে পরিচালক নিশ্চয়ই একটা ভালো গল্প তাঁদের উপহার দেবেন।
ব্যতিক্রমও আছে
তবে হিন্দি সিনেমায় সিকুয়েল যে সব সময় কাজ করেছে, এমন নয়। ‘দাবাং ৩’, ‘বাগি ৩’, ‘টাইগার ২’ থেকে অনেক সিনেমাই প্রত্যাশা পূরণ করতে পারেনি। অনেক বড় তারকা অভিনীত সিকুয়েল ব্যর্থ হওয়ার নজিরও আছে।
এরপর কী
পরপর কয়েকটি সিকুয়েল হিট হওয়ায় বলিউডে সিকুয়েল তৈরির ধুম পড়েছে। কোনটির ঘোষণা এসেছে, কোনটির ঘোষণা আসতে যাচ্ছে। এই তালিকায় আছে ‘টাইগার ৩’, ‘ফুকরে ৩’, ‘ইয়ারিয়া ২’, ‘লাভ সেক্স অউর ধোকা ২’, ‘স্ত্রী ২’, ‘ওয়ার ২’ ইত্যাদি। সবগুলো বক্স অফিসে ঝড় তুলতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।