সৌদি আরবে কী করছেন জাহ্নবী

জাহ্নবী কাপুরের যেন পায়ের নিচে শর্ষে। আজ রাজস্থান তো কাল উত্তরাখণ্ড। শুটিংয়ের ফাঁকে ফুরসত মিললে ঘুরতে বেরিয়ে পড়েন। এবার যেমন বেরিয়েছেন। অভিনেত্রী এখন আছেন সৌদি আরবে। দেশটির ঐতিহাসিক শহর আল-উলা থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক জাহ্নবীর সৌদি সফর।

আল-উলায় ছবি দিয়ে জাহ্নবী লিখেছেন—মানুষ ও প্রকৃতির জন্য ঐতিহাসিক এক জায়গা। সংরক্ষিত সমাধি, ঐতিহাসিক বাসস্থান, প্রকৃতি ও মানবনির্মিত স্মৃতিস্তম্ভের একটি জীবন্ত জাদুঘরের মধ্য দিয়ে যাত্রা, যেখানে দীর্ঘদিনের অনাবিষ্কৃত মানব ইতিহাস রয়েছে
ইনস্টাগ্রাম
আল-উলা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য
জাহ্নবীর সঙ্গে অনেক সফরে তাঁর বোন খুশি কাপুর অথবা অভিনেত্রী সারা আলী খানকে দেখা যায়। তবে এবারের ছবিতে জাহ্নবীকে একাই দেখা গেছে
৪ নভেম্বর মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘মিলি’
সামনে জাহ্নবীকে দেখা যাবে ‘বাওয়াল’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে
ঐতিহাসিক শহর আল-উলায় জাহ্নবী