জাহ্নবী কাপুরের যেন পায়ের নিচে শর্ষে। আজ রাজস্থান তো কাল উত্তরাখণ্ড। শুটিংয়ের ফাঁকে ফুরসত মিললে ঘুরতে বেরিয়ে পড়েন। এবার যেমন বেরিয়েছেন। অভিনেত্রী এখন আছেন সৌদি আরবে। দেশটির ঐতিহাসিক শহর আল-উলা থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক জাহ্নবীর সৌদি সফর।