‘দুঃস্বপ্নের অতীত’ মনে করে ভেঙে পড়লেন রিয়া

আজ রিয়া চক্রবর্তীর জন্মদিন। তবে জন্মদিনের আগে তিনি ‘দুঃস্বপ্নের অতীত’ মনে করে ভেঙে পড়লেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পর তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জড়িয়ে গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। নেতিবাচক সেসব খবর কীভাবে তাঁকে প্রভাবিত করেছে, তা নিয়ে মুখ খুললেন রিয়া। তিনি ঠিক কী বলেছেন? হিন্দুস্তান টাইমস অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
‘এমটিভি রোডিজ’-এর ১৯তম সিজন দিয়ে কাজে ফিরেছেন রিয়া চক্রবর্তী। রিয়েলিটি শোর একটি পর্বে বিদ্রূপের শিকার হওয়া নিয়ে বিস্তারিত বলেছেন রিয়া
ইনস্টাগ্রাম থেকে
রিয়া বলেন, ‘অনেকেই আমাকে নিয়ে নেতিবাচক কথা বলেছেন। নানা ধরনের নাম দিয়ে বিদ্রূপ করেছেন। তবে আমি ভেঙে পড়িনি। অন্যের কথায় কেন ভেঙে পড়ব?’
ইনস্টাগ্রাম থেকে
‘এমটিভি রোডিজ’-এ কেবল নিজের গল্প বলেছেন, তা-ই নয়; অন্যদেরও অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন অভিনেত্রী। অনুষ্ঠানে এক প্রতিযোগী গায়ের রঙের কারণে কীভাবে বিদ্রূপের শিকার হয়েছিলেন, তার বর্ণনা করে কান্নায় ভেঙে পড়েন। রিয়া তখন তাঁকে প্রেরণা জুগিয়ে বলেন, ‘তোমার সঙ্গে যা কিছু হয়েছে, তার জন্য ওরাই দায়ী, তুমি অসাধারণ এক নারী’
রিয়াকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘চেহরে’ ছবিতে। তবে ছবিটির শুটিং হয়েছিল আগেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার প্রথম প্রজেক্ট এই রিয়েলিটি শো