নব্বই দশকের হিট জুটিগুলোর মধ্যে একটি ছিল অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন জুটি। ‘মোহরা’র সেটে পরস্পরের প্রেমে পড়েন। ‘টিপ টিপ বরসা পানি’ গানটি দৃশ্যায়নের সময় তাঁদের রসায়ন চরমে উঠেছিল। একসময় এই জুটির বাগ্দানও সম্পন্ন হয়েছিল। কিন্তু পরে তাঁদের বিয়ে হয়নি। তার আগেই ভেঙে গিয়েছিল এই জুটি। এত দিন পর সেই সম্পর্ক নিয়ে কথা বললেন রাভিনা।
সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাবিনা জানান, অক্ষয়ের সঙ্গে বাগ্দানের কথা ভুলে গিয়েছেন তিনি। রাভিনা বলেন, ‘সবার জীবনেই এমন ঘটনা থাকে। অনেকে মনে করেন আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অক্ষয়ের সঙ্গে যাঁদেরই সম্পর্ক হয়েছে, তাঁদের আমি হিংসা করেছি। কিন্তু তা না। আলাদা হওয়ার পর আমি অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছি, অক্ষয়ও অন্যজনের সঙ্গে ছিল।’
‘মোহরা’ সিনেমায় অভিনয়ের সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। এই সম্পর্ক গড়িয়েছিল বাগ্দান পর্যন্ত। সম্পর্ক ভেঙে গেলেও তাঁরা থেমে থাকেননি। তাঁরা তাঁদের অভিনয় প্রতিভার জোরে কাজ করে চলেছেন। রাভিনা বলেন, ‘কলেজের মেয়েরা এখন প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়। এ ছাড়া মানুষের বিচ্ছেদ হয় কিন্তু তারা থেমে থাকে না। বিচ্ছেদ হওয়া বড় কোনো বিষয় না।’ তিনি আরও বলেন, ‘মোহরা’ সিনেমার সময় যেমন হিট জুটি ছিলাম, এখনো আমরা তেমন হিট জুটি। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়, কথা বলি।
সেই সময় অনেক সহ-অভিনেতাই তাঁর সঙ্গে অভিনয় করতে চাইতেন না। কেননা, তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন অভিনেতাদের সঙ্গীরা। এ কারণে রাভিনা অনেক সিনেমায় অভিনয় করার সুযোগ হারিয়েছিলেন। রাভিনাকে সর্বশেষ ‘কেজিএফ ২’-এ দেখা গেছে। সামনে তাঁকে আরবাজ খানের ‘পাটনা শুক্লা’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ডিজনি+হটস্টারের নাম ঠিক না হওয়া একটি সিরিজেও অভিনয় করবেন তিনি।
অক্ষয়ের সঙ্গে বিয়ে ভেঙে গেলেও রাভিনা এখন একা নেই। ২০০৪ সালে তিনি চলচ্চিত্র বিপণন কর্মকর্তা অনিল থাদানিকে বিয়ে করেন। পরের বছরই তাঁদের সংসারে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান রাশা। এরপর ২০০৮ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান রণবীর। এখন তিনি দুই সন্তানের জননী।