হৃদয় নয়, হীরা চুরি করবেন তামান্না

তামান্না ভাটিয়া
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

৬০ কোটি রুপির এক হীরা চুরি নিয়ে যত বিপত্তি। চোরকে ধরতে উঠেপড়ে লেগেছে পুলিশ। পুরো ছবিতে এই চোর–পুলিশ খেলা। নীরজ পান্ডের ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে এক বহুমূল্য হীরা চুরি নিয়ে রহস্যের জাল বোনা হয়েছে। গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ছবিটির ট্রেলার। এই ছবির মূল চরিত্রে আছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, জিমি শেরগিল, অবিনাশ তিওয়ারি, রাজীব মেহতা। সাম্প্রতিক সময়ে গ্ল্যামারাস চরিত্রে দেখা গেলেও নীরজের এই ছবিতে গ্ল্যামারহীন চরিত্রে ধরা দিতে চলেছেন তামান্না। তাঁর অভিনীত চরিত্রের নাম ‘কামিনী সিং’।

তামান্না ভাটিয়া

এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘আমি সব সময় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে এসেছি। তবে আমি দক্ষিণি ছবিতে বেশি কাজ করেছি। হিন্দি ছবিতে সুযোগ পাইনি। নীরজ স্যার যখন আমাকে ফোন করে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন, সত্যি অবাক হয়েছিলাম।’ মজা করে তিনি আরও বলেন, ‘পর্দায় আমার বিরুদ্ধে সাধারণত হৃদয় চুরি করার অভিযোগ থাকে, এখানে হীরা চুরির অভিযোগ উঠেছে। মন বলেছিল যে এই ছবি আমাকে করতেই হবে।’

তামান্না ভাটিয়া

এ ছবিতে জুটি বেঁধে আসছেন অবিনাশ তিওয়ারি ও তামান্না ভাটিয়া। সহশিল্পী অবিনাশের প্রসঙ্গে প্রশংসা ঝরে পড়ে তামান্নার কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘অবিনাশ অভিনেতা হিসেবে অত্যন্ত পরিশ্রমী। আর অবিনাশের সঙ্গে কাজ করার সময় বুঝেছিলাম যে ও অত্যন্ত স্বতঃস্ফূর্ত। অনেক সময় আমি বুঝতেই পারিনি যে ও কোন সংলাপ বলছে। অবিনাশ খুব সুন্দরভাবে দৃশ্যগুলো তুলে ধরেছে।’

তামান্না ভাটিয়া

‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে জিমি শেরগিলকে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। জিমির প্রসঙ্গে তামান্না বলেন, ‘জিমির ব্যক্তিত্ব আকর্ষণীয়। আমার সঙ্গে ওনার খুব বেশি দৃশ্য নেই। কিন্তু ওনাকে সামনে থেকে কাজ করতে দেখা ছিল এক দারুণ অভিজ্ঞতা। তিনি অনায়াসে চরিত্রের মতো হয়ে উঠতে পারতেন।’

তামান্না ভাটিয়া

ছবিতে দীর্ঘ ‘ওয়ান টেক শট’ ব্যবহারের জন্য বিখ্যাত নীরজ। এ প্রসঙ্গ টেনে তামান্না বলেন, ‘আমি নীরজ স্যারের বিভিন্ন ছবিতে তাঁর ট্রেডমার্ক দেখেছি, কিন্তু অভিনেতা হিসেবে এই অভিজ্ঞতা নেওয়ার স্বাদ সত্যি দারুণ।’
রহস্য–রোমাঞ্চে ভরা ছবি ‘সিকান্দার কা মুকাদ্দার’ ২৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

তামান্না ভাটিয়া