বলা যায় শাহরুখ খানের ক্যারিয়ার থমকে ছিল গেল চার বছর। সেই শাহরুখই বলিউডের হারিয়ে যাওয়া সাম্রাজ্য ফিরিয়ে আনলেন। সেখানে একের পর এক নতুন রেকর্ড গড়লেন। শুধু তা–ই নয়, ২০ নম্বরে থাকা শাহরুখ হঠাৎ চমকে দিলেন আমির, সালমান, হৃত্বিকদের। বলিউড ইতিহাসে নতুন করে লেখা হলো শাহরুখের নাম।