দুই বোন। দুজনেই ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। দুই বোনেরই মৃত্যু হলো ২৪ ঘণ্টার মধ্যে। বেদনাদায়ক এই খবরে শোকে বিহ্বল ভারতের বিনোদন দুনিয়া।
দীর্ঘদিন ধরে জরায়ুমুখ ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অভিনেত্রী ডলি সোহি।
‘ঝনক’, ‘পরিণীতি’র মতো জনপ্রিয় হিন্দি সিরিয়ালে কাজ করতেন ডলি। আজ ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৪৮। ডলির মৃত্যুর ২৪ ঘণ্টা আগে মারা গেছেন তাঁর বোন অভিনেত্রী আমানদীপ সোহি। জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
একসঙ্গে দুই মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে ডলি ও আমানদীপের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁদের ভাই মনু সোহি।
তিনি আরও জানান, আজ বিকেলে ডলির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ডলির মৃত্যুর পর তাঁদের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের আদরের ডলি আজ আমাদের ছেড়ে অমৃতলোকে পাড়ি দিয়েছে। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
ডলি হিন্দি সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ। তিনি প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। ‘ঝনক’-এ অভিনয় করা শুরু করেছিলেন সবে, তখনই ধরা পড়ে জরায়ুমুখ ক্যানসার। শুরু হয় কেমোথেরাপি। তবে শেষ রক্ষা হলো না।
অন্য দিকে ‘বদতমিজ দিল’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পান আমানদীপ।