ক্যারিয়ারে ১৬ বছর কাটিয়ে দিলেন নেহা শর্মা। তবু এখন পায়ের নিচের মাটি শক্ত করতে পারলেন না তিনি। আজ নেহার জন্মদিন। এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য।
বিনোদন ডেস্ক
১৯৮৭ সালের ২১ নভেম্বর বিহারের ভাগলপুরে জন্ম নেহা শর্মার। পড়েছেন ফ্যাশন ডিজাইন নিয়ে। পরে নিয়েছেন কত্থক নাচের প্রশিক্ষণও। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ২০০৭ সালে তেলেগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে ক্যারিয়ার শুরু। ২০১০ সালে ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তাঁর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে দীর্ঘ ক্যারিয়ারে তেলেগু, হিন্দি, পাঞ্জাবি, মালয়ালমসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তবে নেহা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
নেহার অভিনীত সিনেমার মধ্যে মোটামুটি আলোচিত হয়েছে ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’, ‘সলো’, ‘ব্যাড নিউজ’ ইত্যাদি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেওয়েব সিরিজ ‘ইলিগাল’ ও ‘৩৬ ডেজ’–এ দেখা গেছে তাঁকে। সিনেমার চেয়ে বরং এই দুই সিরিজ দিয়ে কিছুটা আলোচনায় ছিলেন নেহা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
দীর্ঘ ক্যারিয়ারে সেভাবে বড় নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পাননি। দেখা যায়নি কোনো শক্তিশালী চরিত্রেও। এটা নেহার পিছিয়ে পড়ার একটি কারণ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেপ্রথম হিন্দি সিনেমা ইমরান হাশমির সঙ্গে। এরপর সেভাবে বড় তারকার সঙ্গেও সিনেমা করতে পারেননি নেহা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেসিনেমা হিট না হলেও আলোচনায় থাকেন নেহা। কারণ, অন্তর্জালে সরব উপস্থিতি। ইনস্টাগ্রামে তাঁর ভক্ত অনুসারীর সংখ্যা কম নয়, প্রায়ই আবেদনময়ী রূপে হাজির হন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
নেহার বোন আয়েশা শর্মাও অভিনেত্রী। তাঁকে দেখা গেছে ‘সত্যমেব জয়তে’ ছবিতে। দুই বোন প্রায়ই একসঙ্গে ঘুরতে বের হন। অনেক ভক্ত-অনুসারী দুই বোনের মধ্যে কে নেহা আর কে আয়েশা, এটা নিয়ে গুলিয়ে ফেলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেবলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নেহা জানিয়েছেন, ব্যর্থতা তাঁকে প্রভাবিত করে। চেষ্টা করছেন মনে রাখার মতো কাজ উপহার দিতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে