গাছপালাহীন এক ধূসর এলাকায় কয়েকটি প্লাস্টিকের বোতল ছড়ানো আছে। পাশেই একটি ময়লার ঝুড়ি। এক কেতাদুরস্ত তরুণ একেকটি বোতল ময়লার ঝুড়িতে ফেলছেন, সঙ্গে সঙ্গে চারপাশে একেকটি করে গাছ গজাচ্ছে। প্রকৃতিতে ছড়ানো সব বোতল ঝুড়িতে ফেলার পর পুরো এলাকা প্রাণপ্রকৃতিতে ভরে ওঠে। পাখিরা ডানা মেলতে থাকে। ৩২ সেকেন্ডের এমন একটি ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কয়েক বছর ধরেই ভিডিও চিত্রটি ফেসবুকে ঘুরছে। এর মধ্যে গত ২২ মার্চ ভিডিওটি পোস্ট করেছেন স্পেনের পালেনসিয়ার এক তরুণ। তাঁর পোস্ট করা ভিডিওটি রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে। সেটি এখন পর্যন্ত ১০ কোটিরও বেশিবার দেখা হয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, এটি পাকিস্তানের ইসলামাবাদভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এজেন্সি টোয়েন্টিওয়ানের একটি ভিডিও চিত্র। ২০২১ সালে বিশ্ব পরিবেশ দিবসে ভিডিও চিত্রটি নির্মাণ করেছিল প্রতিষ্ঠানটি। একই বছরের ৫ জুন এজেন্সি টোয়েন্টিওয়ানের ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়েছে।
তবে এই পেজে ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ৩০ হাজারবার।