ক্রমাগত ফ্লপ ছবির ধাক্কার পর এবার বোধ হয় হাসি ফুটবে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের ঠোঁটে। গত শুক্রবার মুক্তি পেয়েছে রাজকুমার ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। মুক্তির পর ছবিটি রাজকুমারের ক্যারিয়ারের বিচারে রেকর্ড ব্যবসা করেছে।
শরণ শর্মা পরিচালিত ছবি এই ছবিতে জুটি বেঁধে এসেছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। এর আগে তাঁরা ‘রুহি’তে জুটি বেঁধে এসেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে সফলতার মুখ দেখেনি। তবে এবার এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শক।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি মুক্তির প্রথম দিন সাত কোটি রুপি ব্যবসা করেছে। মুক্তির প্রথম দিন রাজকুমার অভিনীত অন্য কোনো সিনেমা এত ব্যবসা করেনি।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটির টিকিটের দাম রাখা হয়েছিল মাত্র ৯৯ রুপি। তাই গতকাল ছবিটি দেখতে মানুষ প্রেক্ষাগৃহে ভিড় করেছিলেন। এর আগে রাজকুমারের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা ছবি ছিল ‘স্ত্রী’।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। অমর কৌশিক পরিচালিত ছবিটি মুক্তির প্রথম দিন ৬ কোটি ৮২ লাখ রুপি আয় করেছিল। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে আয়ের অঙ্ক ছিল ৬০ কোটি ৩৯ লাখ রুপি। ‘স্ত্রী’ ছবি থেকে নির্মাতাদের ঝুলিতে এসেছিল ১২৯ কোটি ৯০ লাখ রুপি।
এদিকে জাহ্নবীর এখন পর্যন্ত তিনটি ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। ছবিটি মুক্তির প্রথম দিন ঝুলিতে পুরেছিল ৮ কোটি রুপি। কিন্তু ‘ধড়ক’ সেভাবে দর্শকের মনে জায়গা করে নিতে পারেনি। ভারতের বক্স অফিস থেকে এই ছবির সর্বমোট আয় ছিল মাত্র ৭১ কোটি ১৯ লাখ রুপি।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির কৃতিত্ব বেশি জাহ্নবী কাপুরের ঝুলিতে যাচ্ছে। সবাই এই ছবির মুক্তির প্রথম দিনের আয়ের কৃতিত্ব জাহ্নবীকেই বেশি দিচ্ছেন। শ্রীদেবী-কন্যার অভিনয় দর্শকের মন জয় করেছে। জি স্টুডিওজের সঙ্গে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ছবিটি নির্মাণ করেছে। ছবিটি নির্মাণের পেছনে নির্মাতারা ৪০ কোটি মতো ব্যয় করেছেন। হিটের মুখ দেখতে হলে বক্স অফিস থেকে তাঁদের ৮০ কোটি রুপির মতো আয় করতে হবে।