প্রতি রাতের ভাড়া ২ লাখ রুপি, কিয়ারার বিয়ের ভেন্যুর বিস্তারিত তথ্য জানুন

বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে কেন্দ্র করে রাজস্থানের মরুশহর জয়সালমীরের সূর্যগড় প্যালেস এখন আলোচনায়। আগামীকাল এখানেই সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা। কেবল কী সিদ্ধার্থ-কিয়ারা; করণ জোহর, শহিদ কাপুর থেকে প্যালেসটিতে হাজির থাকবেন বলিউডের অনেক বড় তারকা। ছবিতে ছবিতে জেনে নেওয়া সূর্যগড় প্যালেস সম্পর্কে কিছু তথ্য।
সূর্যগড় প্যালেস জয়সালমীরের একটি বিলাসবহুল পাঁচ তারকা মানের হোটেল। ৩৫ একর আয়তনের এই প্যালেসটিতে থাকতে প্রতি রাতে গড়ে ৭৬ হাজার রুপি পর্যন্ত খরচ হতে পারে। তবে সবচেয়ে বিলাসবহুল কক্ষগুলোর ভাড়া দুই লাখ রুপি
ছবি : সংগৃহীত
সূর্যগড় প্যালেসের সবচেয়ে সস্তায় থাকতেও দিনপ্রতি খরচ হবে ২৩ থেকে ৩৬ হাজার রুপি
সূর্যগড় প্যালেসে বড় সুইমিং পুল তো আছেই, আছে দুই বাগান
জয়সালমীর শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সূর্যগড় প্যালেস, অতিথিদের জন্য হোটেলটিতে রাজস্থানী ঐতিহ্যের প্রায় আয়োজনই উপভোগের সুবিধা আছে
সূর্যগড় প্যালেসে রাজস্থানী খাবারসহ সব ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে
সূর্যগড় প্যালেসে বিভিন্ন ক্যাটাগরির ৪৩টি স্যুট রয়েছে—ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম ইত্যাদি
জয়সালমীরের সোনার কেল্লার আদলে এই সূর্যগড় প্যালেসটি নির্মিত
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের জন্য জয়সালমীরে প্রায় ৮৪টি বিলাসবহুল ঘর বুকিং করা হয়েছে, ভাড়া করা হয়েছে ৭০টির বেশি গাড়ি
২০১০ সালে জয়পুরের এক ব্যবসায়ী হোটেলটি তৈরি করেন