স্টাইলিশ লুকে ‘বজরঙ্গি ভাইজান’–এর মুন্নি

সাত বছর বয়সে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় ‘মুন্নি’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন শিশুশিল্পী হর্ষলি মালহোত্রা। ছোট্ট হর্ষলি আর ছোট্টটি নেই।

দিন দুয়েক আগে স্টাইলিশ লুকের চারটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হর্ষলি মালহোত্রা। তাঁর ভক্তরা কিছুতেই তাঁকে সেই ছোট্ট মুন্নির সঙ্গে মেলাতে পারছেন না
ইনস্টাগ্রাম থেকে
১৭ বছর বয়সী হর্ষলিকে নায়িকা হিসেবে নেওয়ার পরামর্শও দিয়েছেন কেউ কেউ
সেই ইনস্টাগ্রাম পোস্টে দুই দিনের ব্যবধানে ৯১ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে পোস্টে। ৯ শতাধিক মন্তব্য এসেছে
‘কবুল হ্যায়’, ‘লৌত আও তৃষা’ সিরিয়ালগুলোয়ও অভিনয় করেছেন হর্ষলি
২০০৮ সালের ৩ জুন মুম্বাইয়ে জন্ম হয় হর্ষলির। এখন সেভেন স্কয়ার একাডেমিতে পড়াশোনা করছেন। সিনেমায় নাম লেখানোর আগে টুকটাক বিজ্ঞাপনে মডেলিং করেছেন হর্ষলি