বলিউডের আলোচিত তারকা যুগল তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা বিয়ে করছেন। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে অনলাইন গণমাধ্যম ১২৩তেলেগুডটকম।
তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়।
পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাঁদের! নেটফ্লিক্সে সুজয় ঘোষের সিনেমায় পর্দায় তাঁদের জুটি ব্যাপক আলোচিত হয়, জানা যায় এ সিনেমাটির শুটিংয়ের প্রেমে পড়েন তাঁরা।
এবার প্রেম থেকে তা গড়াচ্ছে পরিণয়ে। মুম্বাইয়ে বিলাসবহুল একটি বাড়ি হন্যে হয়ে খুঁজছেন এই জুটি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিয়ে ও বিয়ের পর সেই বাড়িতেই থাকার পরিকল্পনা ওই জুটির। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালেই বিয়ে করবেন তাঁরা। তামান্না ও বিজয়ের বিয়ে সম্পর্কে দুই পরিবারই অবগত।
দুই তারকার ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং ভারতেই বিয়ে করার পরিকল্পনা তাঁদের।
গত বছর প্রকাশ্যেই অভিনেত্রী জানান, বিজয়ের সঙ্গে সুখে রয়েছেন তিনি। কাজের ক্ষেত্রেও একে অপরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন।