বাংলাদেশের সিনেমা প্রযোজনা করবেন বলিউড অভিনেতা আরবাজ খান

আরবাজ খান
ইনস্টাগ্রাম

ভালো গল্প পেলে বাংলাদেশের সিনেমা প্রযোজনা করবেন বলিউডের প্রযোজক, পরিচালক ও অভিনেতা আরবাজ খান। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি বলিউড তারকা সালমান খানের ভাই। গতকাল দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন আরবাজ খান। এখানে এসে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হলে তিনি এসব কথা বলেন। সেই সঙ্গে প্রয়োজন হলে বাংলাদেশে সিনেমার শুটিংও করবেন বলে জানিয়েছেন এই বলিউড অভিনেতা।

গতকাল নিজেদের ফ্যাশন হাউসের বাংলাদেশে দ্বিতীয় শাখা উদ্বোধন উপলক্ষে বাংলাদেশে এসেছেন আরবাজ খান।

বাংলাদেশে আসা প্রসঙ্গে আরবাজ খান বলেন, ‘কাজের সূত্রে এর আগেও বাংলাদেশে এসেছিলাম। এই দেশে আসার অনুভূতি অন্যরকম। এখানকার মানুষ অতিথিপরায়ণ। আমার মনেই হচ্ছে না যে আপন মানুষদের থেকে দূরে আছি।’

এবারও তিনি এসেছেন কাজের সূত্রে। কাজ শেষ হলেও ফিরে যাবেন ভারতে। তবে আবারও তিনি বাংলাদেশে আসতে চান। এবং সময় নিয়ে এসে ঘুরে দেখতে চান এই দেশ। এই দেশের জনগণের সঙ্গে আনন্দ করতে চান। তিনি চান এ দেশের খাবারের স্বাদ গ্রহণ করতে। এসব কথা বলার পর বাংলাদেশের জনগণের জন্য বাংলায় তিনি বলেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’

এবারের সফরে আরবাজের সঙ্গী ছিলেন তাঁর ভাগনে অয়ন অগ্নিহোত্রী এবং তাঁদের ফ্যাশন হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সান্দোয়ার। গত বছরের সেপ্টেম্বরে এই ফ্যাশন হাউসের প্রথম শাখা উদ্বোধন করা হয়। সে আয়োজনে এসেছিলেন সালমান খানের ছোট ভাই সোহেল খান। এবার এলেন আরবাজ। ২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয়েছিল এই ফ্যাশন হাউসটির পথচলা। পরবর্তী সময়ে বিশ্বের ১৫টি দেশে এর পাঁচ শতাধিক শাখা আছে। এই ফ্যাশন হাউসটির মুনাফার একটি অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে।