কিছুদিন আগে মৎস্যকন্যার অবতারে ফটোশুট করে আলোচিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সবুজ পোশাকে তাঁর সেই ফটোশুট ভক্তদের প্রশংসা কুড়িয়েছিল। এবার ‘মৎস্যকন্যা’ হয়ে ফটোশুট করলেন আরেক অভিনেত্রী। তিনি অবশ্য বলিউডের নন, জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী মালবিকা মহানন। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক মালবিকার মৎস্যকন্যারূপ।