খ্যাতি অর্জন অভিনয়জগতে, কিন্তু তাঁরা প্রত্যেকেই চিকিৎসক। তালিকায় রয়েছেন জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রীও। কারা রয়েছেন এই তালিকায়? জেনে নেওয়া যাক টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
অদিতি গোবিত্রিকর
‘সোচ’, ‘পহেলি’, ‘দে দনা দন’-এর মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন অদিতি গোবিত্রিকর। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি ও তেলেগু ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।
স্কুলের পড়াশোনা শেষ করার পর মুম্বাইয়ের একটি কলেজে ভর্তি হন অদিতি। সেখান থেকে এমবিবিএস করেন তিনি। কলেজের পড়াশোনা শেষ করে মডেলিংয়ের জগতে ক্যারিয়ার শুরু করেন অদিতি।
তারপর অভিনয়ে যাত্রা শুরু নায়িকার। অভিনয় ছেড়ে এখন আবার চিকিৎসাবিদ্যায় মন দিয়েছেন তিনি।
মানুষি ছিল্লার
সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রচারে আসেন মানুষি ছিল্লার। তারপর অভিনয়জগতে ক্যারিয়ার শুরু করেছেন তিনি।
বলিপাড়া সূত্রে জানা যায়, হরিয়ানার একটি কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন মানুষি।
সাই পল্লবী
দক্ষিণি ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে সাই পল্লবীর।
চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর অভিনয়জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি।
২০১৬ সালে জর্জিয়ার একটি কলেজ থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করেন সাই পল্লবী। ২০২০ সালে ত্রিচিতে ‘ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন’ (এফএমজিই) দেন তিনি।