‘ভুল ভুলাইয়া ৩’ ছবির গানের দৃশ্যে তৃপ্তি ও কার্তিক। এক্স থেকে
‘ভুল ভুলাইয়া ৩’ ছবির গানের দৃশ্যে তৃপ্তি ও কার্তিক। এক্স থেকে

আসছে ‘ভুল ভুলাইয়া ৪’, কার্তিক কি থাকবেন

বক্স অফিসে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করছে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’। ১ নভেম্বর মুক্তির পর এ পর্যন্ত ভারতে ১৫৮ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। এর মধ্যেই এল নতুন ঘোষণা। জানা গেল, ‘ভুল ভুলাইয়া ৪’ আসছে! খবর হিন্দুস্তান টাইমসের

‘ভুল ভুলাইয়া ৪’ ছবির প্রস্তুতি শুরু করে ফেলেছেন আনিস বাজমি। সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য তৈরি। ‘ভুল ভুলাইয়া ৩’-এর মতোই, এই ছবির চতুর্থ পর্বতেও থাকবে প্রচুর চমক।

‘ভুল ভুলাইয়া’ ছবিতে অক্ষয়। আইএমডিবি

শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে যেমন ‘মঞ্জুলিকা’ রূপে ফিরেছেন বিদ্যা বালান। চতুর্থ পর্বেও থাকছেন তিনি। শুধু তা–ই নয়, শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া ৪’-এ নাকি দেখা যেতে পারে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানিকেও। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ ছবির টিম।

ঠিক ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’, যা কিনা সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানাকে মেনেই তৈরি করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। হঠাৎই দুই বছর আগে পরিচালক আনিস বাজমি ‘ভুল ভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি। ‘ভুল ভুলাইয়া ৩’-এর গল্প দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা, ভাই দেবেন্দ্রকুমার এবং রাজ সিংহাসন দখলের। মঞ্জুলিকা-অঞ্জুলিকা একাধারে যোদ্ধা ও দুরন্ত নৃত্যশিল্পী।

কিন্তু তবু রাজ সিংহাসন জোটে রাজকুমার দেবেন্দ্রর কপালে। ব্যস, হিংসার আগুন। বদলা। ক্ষমতার লড়াই। আর সঙ্গে পরিচালক টেনে আনেন ভয়ের ছবির পুরোনো ফর্মুলা পুনর্জন্মকে। যেখানে মঞ্জুলিকা-অঞ্জুলিকা হয়ে ওঠেন মন্দিরা (মাধুরী দীক্ষিত) এবং মলিকা (বিদ্যা বালান)।

‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে কার্তিকের নায়িকা ছিলেন কিয়ারা আদভানি। তবে তৃতীয় কিস্তিতে দেখা গেছে তৃপ্তি দিমরিকে। শোনা যাচ্ছে, পরের কিস্তিতে অভিনয়ের জন্য কিয়ারার সঙ্গে কথাবার্তা অনেকটাই বাকি।