রণদীপ হুদার বিয়ে নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল। এবার ৪৭ বছর বয়সী অভিনেতা নিজেই নিশ্চিত করলেন বিয়ের খবর। জানালেন, অভিনেত্রী লিন লায়শ্রমকে বিয়ে করতে চলেছেন।
চলতি মাসেই বসবে তাঁদের বিয়ের আসর। মণিপুরের ইম্ফলে ২৯ নভেম্বর বিয়ে করবেন তাঁরা। তারপর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়াজন করা হবে মুম্বাইয়ে। খবর ইন্ডিয়া টুডের
আজ রণদীপ ও লিন—দুজনই সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘মহাভারতে অর্জুন যেখানে মণিপুরের যোদ্ধা ও রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল, সেখানেই আমরা আমাদের পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে বিয়ে করছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২৯ নভেম্বর আমাদের বিয়ে। মণিপুরের ইম্ফলে এ অনুষ্ঠান হবে। তারপর মুম্বাইয়ে রিসেপশন। আমাদের এই নতুন সফরে আপনাদের আশীর্বাদ চাই।’
জানা গেছে, মহাকাব্যের থিমে সেজে উঠবে লিন ও রণদীপের আসর। মিডিয়া থেকে দূরে থাকার জন্যই তাঁরা মণিপুরে গিয়ে বিয়ে করবেন বলেও জানা গেছে। তা ছাড়া লিন নিজেও উত্তর–পূর্ব ভারতের, তাই সব মিলিয়ে তাঁদের আসর বসবে মণিপুরের ইম্ফলে।
রণদীপ হুদা ভারতের বাণিজ্যিক বা শৈল্পিক ঘরানার সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ। মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ দিয়ে অভিষেক হয় তাঁর, এরপর তাঁকে দেখা গেছে ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’, ‘রঙ রসিয়া’, ‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’ ইত্যাদি সিনেমায়।
‘জান্নাত ২’, ‘জিসম ২’, ‘কিক’-এর মতো পুরোপুরি বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে ‘এক্সট্রাকশন’ দিয়ে হলিউডে অভিষেক হয় তাঁর। এর আগে সুস্মিতা সেনসহ অনেক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব শোনা গেছে তাঁর।