শাহরুখ খান
শাহরুখ খান

উচ্চতার কারণে জেমস বন্ড হতে পারবেন না শাহরুখ, তবে...

হিন্দি রোমান্টিক সিনেমার রাজা তাঁকে বলাই যায়। নব্বইয়ের দশকে একের পর এক রোমান্টিক সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন তিনি। এই তারকা যে শাহরুখ খান, সেটা যাঁরা হিন্দি সিনেমার নিয়মিত খোঁজ রাখেন, এতক্ষণে জেনে গেছেন। তবে অনেক শাহরুখ-ভক্তের আক্ষেপ, তাঁদের প্রিয় অভিনেতাকে এখনো হলিউড সিনেমায় দেখা যায়নি। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন শাহরুখ। খবর হিন্দুস্তান টাইমসের

দুবাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’-এ যোগ দেন শাহরুখ খান। সামিটের একটি সেশনে কথা বলতে গিয়ে স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন অভিনেতা। যদিও রসিকতার মাঝে কিছুটা আক্ষেপও ছিল। এ ছাড়া শাহরুখ বলেন জনপ্রিয়তার শীর্ষে ওঠার গল্পও।

‘দ্য মেকিং অব আ স্টার: কনভারসেশন উইথ শাহরুখ খান’ সেশনে নাম জিজ্ঞেস করার পর উত্তর দিতে গিয়ে অভিনেতা রসিকতা করে বলে ওঠেন, ‘আমি জেমস বন্ড’। এরপর সঞ্চালক তাঁকে জিজ্ঞেস করেন, ‘বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে করবেন কি না।’

শাহরুখ খান। এএফপি

উত্তরে অভিনেতা বলেছেন, ‘করতে তো চাই, কিন্তু মনে হয় আমার উচ্চতা খুবই কম; তবে আমার গায়ের রং বাদামি, সে কারণে জেমস বন্ডের খল চরিত্রে অভিনয় করতে পারব।’

এরপর শাহরুখকে প্রশ্ন করা হয়, তিনি কেন হলিউডে অভিনয় করেননি? জবাবে অভিনেতা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সিনেমা ইন্ডাস্ট্রির অনেককেই চিনি। কিন্তু কেউ আমাকে কখনোই কাজের প্রস্তাব দেয়নি। “স্লামডগ মিলিয়নিয়ার”-এ গেম শো সঞ্চালকের চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটা আমার কাছে খুবই হালকা মনে হয়েছিল।’

২০০৮–এ মুক্তি পাওয়া ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ আটটি শাখায় অস্কার পুরস্কার জিতেছিল।