বাবা অভিনেতা কমল হাসান, মা অভিনেত্রী সারিকা। তাই চলচ্চিত্রজগতে পা রাখা খুব একটা কঠিন ছিল না শ্রুতির জন্য। মাত্র ছয় বছর বয়সে গায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। অভিনয়জগতেও শ্রুতির হাতেখড়ি হয় ছোটবেলায়। তবে আপাতত থিতু হয়েছেন অভিনয়েই। এ মুহূর্তে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শ্রুতি প্রথম সারির নায়িকাদের একজন। আজ তাঁর জন্মদিন। এই দিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা–অজানা কিছু তথ্য।
১৯৮৬ সালের ২৮ জানুয়ারি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। অভিনয় তাঁর রক্তে প্রবাহিত, দক্ষিণের দুই জনপ্রিয় তারকা কমল হাসান ও সারিকার সন্তান শ্রুতি হাসানপড়াশোনাতেও তুখোড় ছিলেন শ্রুতি হাসান। অভিনয়ের সঙ্গে তিনি পড়াশোনাও চালিয়ে যান। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেনশ্রুতির এক বোনও রয়েছে। নাম অক্ষরা হাসানছয় বছর বয়সেই শ্রুতি হাসান গান করেছিলেন বাবার একটি তামিল ছবিতে। বাবা কমল হাসানের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে সংগীতশিল্পী হবে। তাই মেয়ের অভিনেত্রী হওয়ার আবদারটি প্রথমে মেনেই নিতে পারেননি ভারতের দক্ষিণি ছবির কয়েক যুগের জনপ্রিয় এই গুণী অভিনেতাবিভিন্ন সূত্রে জানা যায়, স্কুলে পড়াকালে নিজের ভুয়া নাম ব্যবহার করতেন শ্রুতি হাসান। তিনি যে জনপ্রিয় পরিবারের সন্তান, সে কথা প্রকাশ করতে চাইতেন না। পূজা রামচন্দ্রন নাম ব্যবহার করতেন স্কুলেবাবার ছবিতে গান গাওয়ার পাশাপাশি ছোটখাটো চরিত্র হলে ঠিক আছে, ২০০০ সালে কমল হাসানের ‘হে রাম’ ছবিতে তাই ছোট্ট একটি চরিত্রে শ্রুতিকে দেখাও গিয়েছিলসফল অ্যানিমেশন ছবি ‘ফ্রোজেন’-এ কন্ঠ দিয়েছেন শ্রুতি হাসাননতুন কিছু শেখো—এ মন্ত্র পড়েই দিন শুরু হয় শ্রুতি হাসানের। জনপ্রিয় হওয়ার তাগিদ দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রীর অতটা নেই। তার চেয়ে বরং অজানাকে জানার মধ্যেই তাঁর বেশি আনন্দকমল হাসানের মেয়ে বলে শুরুর দিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। শ্রুতি জানান যে তাঁর নামের সঙ্গে ‘অহংকারী’ বিশেষণটা জুড়ে গিয়েছিল। অভিনেত্রী বলেন, ‘শুরুর দিকে অনেকে আমাকে অহংকারী বলত। আসলে আমি কখনোই তা ছিলাম না। স্রষ্টা সাক্ষী। আমি আমার বুকে হাত দিয়ে কথা বলছি। আমি তখন আমার নিজস্ব নিরাপত্তাহীনতায় ভুগতাম। আর আমাকে এক অদ্ভুত ভয় তাড়া করত।’শুধু অভিনেত্রীই নন, সুরকার হিসেবেও পরিচিত শ্রুতি হাসান। বাবার প্রযোজিত বেশ কিছু প্রোজেক্টে সুর দিয়েছেন অভিনেত্রীগান হোক বা অভিনয়—শ্রুতি সব ক্ষেত্রে নিজের মতামত খোলাখুলি রাখতে ভালোবাসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, আমার সহ–অভিনেতা থেকে ম্যানেজার সবাই আমাকে সাবধান করেছিলেন যে আমি স্পষ্টভাবে আমার মতামত জানালে আগামী দিনে কাজ পাব না। কিন্তু আমি নিজেকে বদলাতে পারিনি। আমি এ ব্যাপারে এখনো খোলামেলা।’জুতার প্রতি ভালো লাগা রয়েছে শ্রুতি হাসানের। নানা স্টাইলের জুতা পরতে পছন্দ করেন। তাঁর জুতার সংগ্রহ দেখার মতোমায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক শ্রুতি হাসানের। বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখা যায়শোনা যায়, একবার কোনো সমস্যার কারণে বেশ কিছুদিন মায়ের সঙ্গে কথা বলেননি শ্রুতিকিছুদিন আগে অভিনেত্রী, গায়িকা শ্রুতি হাসানের মিউজিক ভিডিও ‘মনস্টার মেশিন’ নিয়ে রীতিমতো সাড়া পড়েছে। ‘মনস্টার মেশিন’ গান প্রসঙ্গে শ্রুতি বলেন, ‘আমি আমার এই গানের মাধ্যমে সব রকম অন্ধকার দিক প্রকাশ করেছি। আর এটা এমনই এক গান, যা আমি অন্তর থেকে অনুভব করি। আমি রোমান্টিক নই, তবে আমি রোমান্টিক গানের ধরনটা খুব পছন্দ করি। আর এটাই আমার কাছে প্রেমের গান।’গান হোক বা অভিনয়—শ্রুতি সব ক্ষেত্রে নিজের মতামত খোলাখুলি রাখতে ভালোবাসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, আমার সহ-অভিনেতা থেকে ম্যানেজার সবাই আমাকে সাবধান করেছিলেন যে আমি স্পষ্টভাবে মতামত জানালে আগামী দিনে কাজ পাব না। কিন্তু আমি নিজেকে বদলাতে পারিনি। আমি এ ব্যাপারে এখনো খোলামেলা।’