বাবা অভিনেতা কমল হাসান, মা অভিনেত্রী সারিকা। তাই চলচ্চিত্রজগতে পা রাখা খুব একটা কঠিন ছিল না শ্রুতির জন্য। মাত্র ছয় বছর বয়সে গায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। অভিনয়জগতেও শ্রুতির হাতেখড়ি হয় ছোটবেলায়। তবে আপাতত থিতু হয়েছেন অভিনয়েই। এ মুহূর্তে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শ্রুতি প্রথম সারির নায়িকাদের একজন। আজ তাঁর জন্মদিন। এই দিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা–অজানা কিছু তথ্য।