পর্দায় তাঁদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে বারবার। অমিতাভ বচ্চন ও শ্রীদেবীর জুটি দর্শক যেমন পছন্দ করতেন, তেমনই অমিতাভও চাইতেন শ্রীদেবীর সঙ্গে পর্দায় হাজির হতে। একবার বিশেষ একটি কারণে শ্রীদেবীকে গাড়িভর্তি গোলাপ পাঠিয়েছিলেন ‘বিগ বি’। কী সেই কারণ? জেনে নেওয়া যাক টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে—
শ্রীদেবীকে গোলাপ পাঠানোর এই ঘটনা প্রকাশ্যে এসেছে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের কল্যাণে।
তিনিই জানিয়েছিলেন গোলাপ পাঠানোর কারণ। সম্প্রতি শ্রীদেবীকে নিয়ে প্রকাশিত নতুন বইয়ে আছে তথ্যটি।
১৯৯২ সালে মুক্তি পায় অমিতাভ-শ্রীদেবী জুটির ছবি ‘খুদা গওয়াহ’। এই ছবিতে নাকি শুরুতে অভিনয় করতে রাজি ছিলেন না শ্রীদেবী। কিন্তু অমিতাভ নাছোড়বান্দা। যেভাবেই হোক, ছবিতে নায়িকা হিসেবে শ্রীদেবীকে চান তিনি।
অভিনেত্রীকে রাজি করাতে তিনি নাকি এক গাড়ি গোলাপ পাঠিয়েছিলেন। কিন্তু তার পরও তিনি রাজি হননি। উল্টো অমিতাভকে অন্য শর্ত দিয়েছিলেন শ্রীদেবী।
শ্রীদেবী জানান, তিনি এই ছবিতে অভিনয় করবেন, তবে তাঁকে মা ও মেয়ের দ্বৈত চরিত্রেই অভিনয় করতে দিতে হবে। শেষে অমিতাভ ও ছবির পরিচালক মুকুল এস আনন্দ রাজি হন। কারণ, তাঁরা বুঝতে পেরেছিলেন, ছবিতে শ্রীদেবীর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তার ফলাফলও বক্স অফিসে পাওয়া গিয়েছিল। সেই বছর বক্স অফিসের অন্যতম সফল ছবি হিসেবে উঠে আসে ‘খুদা গওয়াহ’র নাম।
অমিতাভ–শ্রীদেবী ছাড়াও সিনেমাটিতে ছিলেন নাগার্জুন ও শিল্পা শিরোধকর।