আদনান সামি ও বেগম নওরিন সামি খান। কোলাজ
আদনান সামি ও বেগম নওরিন সামি খান। কোলাজ

মা হারালেন আদনান সামি

গায়ক আদনান সামির পরিবারে শোকের ছায়া। প্রয়াত হলেন তাঁর মা বেগম নওরিন সামি খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আকস্মিক মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন গায়ক।

আদনান সামি

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাকে হারানোর খবর দেন এই গায়ক। যদিও কী কারণে মায়ের মৃত্যু হলো, সেটি নিশ্চিত করেননি সামি। খোলাচিঠিতে মাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণা করেন সামি।

মায়ের ছবি পোস্ট করে আদনান লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান প্রয়াত। আমাদের পরিবার গভীর শোকাহত। তিনি এমন মানুষ ছিলেন, যাঁকে আজীবন সবাই মনে রাখবেন। মায়ের স্পর্শ, ভালোবাসা খুব মিস করব। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন। স্রষ্টা মাকে চিরশান্তি দিন।’

সামির পোস্টে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান ভক্ত-অনুরাগীরা। মাকে হারানোর শোক যাতে দ্রুত কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনাও করেছেন ভক্তরা।
কমেন্ট বক্সে ভারতীয় অভিনেত্রী মিনি মাথুর লেখেন, ‘আপনার এই ক্ষতির জন্য দুঃখিত প্রিয় আদনান, রোয়া ও মদিনা। এই শোক কাটিয়ে উঠুন।’ গায়ক রাঘব লেখেন, ‘আপনার প্রতি ভালোবাসা।’

শেষবার বলিউডে ‘ভর দো ঝোলি মেরি’ গান গেয়েছিলেন গায়ক। সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এর গানটি সুপারহিট হয়েছিল।
পিঙ্কভিলার মতে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি। গায়িকা পায়েল দেবের সঙ্গে তিনি এই গান গাইবেন বলে জানা গেছে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে জাভেদ মহসিন। গানের দৃশ্যে দেখা যাবে আফতাব শিবদাসানি, ঊর্বশী রাউতেলা ও জেসি গিলকে। এ ছাড়া একটি কনসার্ট নিয়ে বেশ কদিন ধরে ব্যস্ত গায়ক আদনান সামি।

৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন সামি। গায়কের কাছে গান শুধু ব্যবসা নয়, ভালো লাগা বা আবেগের একটি জায়গা।