গোলাপি শাড়িতে অস্কার মঞ্চে, বহু বছর পর

শাড়ি পরে অস্কার মঞ্চে হাজির হয়ে নেট-দুনিয়ার প্রশংসা কুড়াচ্ছেন ভারতীয় প্রযোজক গুনিত মঙ্গা। ৩৯ বছর বয়সী গুনিত প্রযোজিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক অস্কারের আসরে গুনিতের উপস্থিতি। বহু বছর পর শাড়ি পরে কেউ অস্কারের মঞ্চে উঠলেন।
প্রযোজক হিসেবে গুনিত মঙ্গার সুনাম আছে আগে থেকেই, ‘দ্য লাঞ্চবক্স’, ‘মাসান’, ‘পাগলায়িত’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো সিনেমার প্রযোজক তিনি
এএফপি
গুনিত মঙ্গা প্রযোজিত ও কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ প্রথম ভারতীয় ছবি হিসেবে পুরস্কার জিতল। এই পুরস্কার এল দুই নারীর হাত ধরে
দুই মাহুতের জীবনযাপন ঘিরে তামিল ছবিটির গল্প। ছবিটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে
পুরস্কারের সঙ্গে অস্কারের মঞ্চে শাড়ি পরে হাজির হয়েও আলোচিত গুনিত মঙ্গা। অনেক ভারতীয় টুইটারে শাড়ি পরে অস্কারে যাওয়ার জন্য গুনিতকে প্রশংসায় ভাসিয়েছেন। অস্কারে গুনিত পরেছিলেন গোলাপি বেনারসি শাড়ি