স্মাইলি সুরি। ভিডিও থেকে
স্মাইলি সুরি। ভিডিও থেকে

কোথায় হারালেন এই অভিনেত্রী

তারকা পরিবারের সন্তান। তবে তিনি অভিনেত্রী হিসেবে সেভাবে খ্যাতি পাননি। যদিও প্রথম সিনেমা সুপারহিট হয়। কিন্তু তারপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। কে এই অভিনেত্রী? বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে।

এই অভিনেত্রী আর কেউ নন স্মাইলি সুরি। তাঁর ভাই হিন্দি সিনেমার নির্মাতা মোহিত সুরি। তিনি আলিয়া ভাট, পূজা ভাটদের চাচাতো বোন।

২০০৫ সালে ‘কলিযুগ’ সিনেমা দিয়ে স্মাইলির শুরুটা অবশ্য ছিল আশাজাগানিয়া। হিট ছবিটির পরিচালক ছিলেন স্মাইলিরই ভাই মোহিত সুরি। ছবিতে আরও ছিলেন কুনাল খেমু, ইমরান হাশমি।

স্মাইলি সুরি। আইএমডিবি

২০০৫ সালের ৯ তারিখ মুক্তির পর সিনেমাটি সুপারহিট হয়।
এরপর ‘তিসরি আঁখ: দ্য হিডেন ক্যামেরা’, ‘ইয়ে মেরা ইন্ডিয়া’, ‘ক্রুক’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি স্মাইলি।

২০১২ সালে তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাউনটাউন’ মুক্তি পায়। এ ছাড়া দু–একটি টিভি সিরিজ ও রিয়েলিটি শোতেও দেখা গেছে স্মাইলিকে। সর্বশেষ ২০১৫ সালে ‘নাচ বলিয়ে’র সপ্তম সিজনে স্বামী বিনীত বানজারার সঙ্গে দেখা যায় স্মাইলিকে।

অভিনয় ছাড়াও সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন স্মাইলি। ২০০৫ সালে মোহিত সুরির আরেকটি সিনেমা ‘জেহের’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন স্মাইলি।

২০১৪ সালে বিনীত বানজারাকে বিয়ে করেন স্মাইলি। তবে এ সংসার বেশিদিন টেকেনি।