সঞ্জনা সাংঘি। ইনস্টাগ্রাম থেকে
সঞ্জনা সাংঘি। ইনস্টাগ্রাম থেকে

প্রথম ছবি তাঁর ভাগ্য বদলে দিয়েছে

‘রকস্টার’ ছবিতে নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সঞ্জনা সাংঘি। তবে নায়িকা হিসেবে পর্দায় প্রথমবার তাঁর আবির্ভাব হয়েছিল ‘দিল বেচারা’য়। এ মুহূর্তে কড়ক সিং ছবির কারণে আলোচনায় এই নায়িকা।

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি নিয়ে কথা বলেছেন সঞ্জনা। এর পাশাপাশি নিজের অভিষেক সিনেমার কথাও স্মরণ করলেন এ অভিনেত্রী।

গোয়ায় আয়োজিত ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কড়ক সিং’ ছবির অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবিতে আছেন পংকজ ত্রিপাঠি, সঞ্জনা সাংঘি, জয়া আহসানসহ আরও অনেকে।

সঞ্জনা সাংঘি। ইনস্টাগ্রাম থেকে

চলচ্চিত্র উৎসবে ছবিটি সম্পর্কে সঞ্জনা বলেছেন, ‘“কড়ক সিং” ছবির লেখক রীতেশ শাহ আমাকে যখন প্রথম এই ছবির গল্প শোনান, তখনই আমি বুঝেছিলাম, আমি বিশেষ কিছু একটা করতে চলেছি। এই ছবির গল্প সুন্দরভাবে লেখা হয়েছে। আর টনি দা (অনিরুদ্ধ রায়চৌধুরী) গল্পটি দারুণভাবে পর্দায় জীবন্ত করেছেন।

সঞ্জনা সাংঘি। ইনস্টাগ্রাম থেকে

সাক্ষীর মতো জটিল এক চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার ভার আমাকে দেওয়া হয়েছিল। আর তা-ও আবার পংকজ ত্রিপাঠির মতো অভিনেতার বিপরীতে, যিনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেন। এই ছবিতে তিনি আমার বাবার চরিত্রে অভিনয় করছেন। আমি মনে করি তিনি অভিনয়ের গুরু, যেন অভিনয়ে পিএইচডি করা একজন!’

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ধক ধক’ ছবিটি। এ ছবিতে সঞ্জনার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে আজও তাঁর হৃদয়ের অনেকটা জুড়ে আছে ‘রকস্টার’। ইমতিয়াজ আলী পরিচালিত এ ছবিতে রণবীর কাপুর ও নার্গিস ফখরি আছেন। সঞ্জনা এ ছবিতে নার্গিসের বোন ম্যান্ডির চরিত্রে অভিনয় করেছেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর।

সঞ্জনা সাংঘি। ইনস্টাগ্রাম থেকে

তাঁর সবচেয়ে প্রিয় চরিত্রের প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘এভাবে বলা মুশকিল। একজন স্টার হওয়া আর অভিনেতা হওয়ার মধ্যে অনেক তফাত আছে। আমি যে অভিনয় করতে পারি, ‘রকস্টার’ আমাকে এ আস্থা জুগিয়েছিল। ক্যামেরার সামনে আমি ভয় পাই না। এই ছবি আমার ভাগ্য অনেকটা বদলে দিয়েছে। এ ছবির কারণে আমি অন্য ছবিতে ডাক পেয়েছি। এদিকে ‘দিল বেচারা’ ছবির মাধ্যমে আমি রাতারাতি সবার ঘরে পৌঁছে গিয়েছিলাম।’

সঞ্জনার স্বপ্নের চরিত্র হলো ‘জব উই মেট’-এর গীত চরিত্রটি। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিতে গীতের ভূমিকায় দেখা গিয়েছিল কারিনা কাপুর খানকে। সঞ্জনা পর্দায় এ ধরনের চরিত্রে অভনিয় করতে চান।

সঞ্জনা সাংঘি। ইনস্টাগ্রাম থেকে