আলিয়া পড়াশোনায় মোটেও ভালো ছিলেন না। কোনোক্রমে দশম শ্রেণি উতরেছিলেন। ছোট থেকে অভিনেত্রী হওয়ার নেশায় বুঁদ ছিলেন আলিয়া। তাঁর মেয়ে রাহার বয়স আট মাসের মতো। কিন্তু এরই মধ্যে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সেরে ফেলেছেন আলিয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে আলিয়া ফাঁস করেছেন যে রাহাকে তিনি তাঁর পথ অনুসরণ করতে দেবেন না। ছোট্ট রাহা বড় হয়ে কী হবেন, তা-ও ফাঁস করেছেন তিনি। আর তা নিয়ে নেট দুনিয়ার তাঁকে রীতিমতো বিদ্রূপ করা হচ্ছে।
আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে আলিয়া ও রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ ছবিটি। করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়াকে এক বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আলিয়া আর রণবীর কোমর বেঁধে এই ছবির প্রচারণা চালাচ্ছেন। দিল্লি, মুম্বাই, কলকাতাসহ দেশের পাঁচটি বড় শহর ঘুরে তাঁরা ছবির প্রচারণা চালাচ্ছেন।
তাঁদের প্রচারণার নানা ভিডিও মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে আলিয়া ফাঁস করেছেন মেয়ে রাহাকে তিনি কী বানাতে চান।
এক প্রচারণার অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন আলিয়া ও রণবীর। আর দর্শকের আসনে ছিলেন কয়েক হাজার শিক্ষার্থী। ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনে উঠে আসে ছোট্ট রাহার কথা। ভিডিওতে দেখা যাচ্ছে, রাহার প্রসঙ্গে আলিয়া হাসতে হাসতে বলছেন, ‘আমি আমার মেয়ের দিকে তাকিয়ে বলেছি যে বেটা তুমি বড় হয়ে বিজ্ঞানী হবে।’
ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অনেকে আলিয়াকে কটাক্ষ করছেন। আলিয়ার বিদ্যাবুদ্ধি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। এর আগেও আলিয়ার সাধারণ জ্ঞান নিয়ে তাঁকে অপদস্থের শিকার হতে হয়েছে। তবে সব সময় মুখ বুজে থেকেছেন এই বলিউড তারকা। এবারও টুঁ শব্দটি করেননি তিনি। এদিকে সম্প্রতি ‘বিগ বস’-এর আসরে ফাঁস হয়েছে যে আলিয়ার বাবা চিত্রপরিচালক মহেশ ভাট ও বোন অভিনেত্রী পূজা ভাট পড়াশোনায় দ্বাদশ শ্রেণির গণ্ডি পার হতে পারেননি।
গত বছর নভেম্বরে মা হয়েছেন আলিয়া। মা হওয়ার পর বেশি দিন বিরতি নেননি এই অভিনেত্রী। নিজের পেশাগত আর ব্যক্তিগত জীবনের মধ্যে খুব সুন্দর বজায় রেখে কাজ করে চলেছেন তিনি। তাঁকে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ছবিতে দেখা যাবে। এই ছবির মাধ্যমে হলিউডে তাঁর অভিষেক হতে চলেছে।
২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’। এই ছবিতে ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন মূল চরিত্রে আছেন। এ ছাড়া টালিউড থেকে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকে।