কাজল আগারওয়াল। ইনস্টাগ্রাম থেকে
কাজল আগারওয়াল। ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণি নির্মাতাদের গোঁড়ামি নিয়ে সোচ্চার

মুম্বাই শহরে তাঁর বেড়ে ওঠা। তবে নিজের ক্যারিয়ার গড়তে একসময় মুম্বাই ছেড়ে দক্ষিণে পাড়ি জমিয়েছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। দক্ষিণি ছবির জগতেই সফলতার মুখ দেখেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল কথা বলেছেন দক্ষিণি সিনেমার গোঁড়ামি নিয়ে। এর চেয়ে বলিউড এগিয়ে আছে বলে মন্তব্য তাঁর।

আগে মনে করা হতো, নায়িকারা বিয়ে করা মানে ক্যারিয়ার শেষ। সন্তান হওয়ার পর নায়িকাদের ছবিতে নিতে চাইতেন না প্রযোজক-পরিচালকেরা। কাজল মনে করেন, ইন্ডাস্ট্রিতে এখন এ ব্যাপারে অনেকটা বদল এসেছে।

তবে তাঁর মতে, বলিউড এ ব্যাপারে এগিয়ে। কাজল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দক্ষিণে এখনো নায়িকারা বিয়ের পর দমদার চরিত্রে সেভাবে অভিনয়ের সুযোগ পান না। কিছু ক্ষেত্রে আমরা এখনো প্রথাগত চিন্তাভাবনা থেকে বের হতে পারিনি। আশা করি, আমরা শিগগিরই এসব থেকে বেরিয়ে আসতে পারব।

কাজল আগারওয়াল। ইনস্টাগ্রাম থেকে

এ প্রজন্মের নায়িকারা মা হওয়ার পরও দাপুটে চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। দক্ষিণের নায়িকারা এই গোঁড়ামি ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তবে দক্ষিণের কিছু পরিচালক এখনো এ ব্যাপারে গোঁড়া। তবে বলিউড এই গোঁড়ামি থেকে বেরিয়ে এসেছে। তুমহারি সুলুর মতো ছবি দর্শক গ্রহণ করেছেন।’

বলিউড নায়িকাদের প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, ‘দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট বিয়ের পরও দাপুটে চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। দীপিকাকে ‘ফাইটার’ ছবিতে রোমান্টিক অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে। আলিয়া “রকি অউর রানি কি প্রেম কাহানি” ছবিতে রোমান্টিক নায়িকা হিসেবে এসেছেন। দক্ষিণে এই ধারা খুব কমই দেখা যায়।’

এ ক্ষেত্রে কাজল দক্ষিণি নায়িকা নয়নতারার প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘নয়নতারা যেসব ছবি নির্বাচন করছেন, তা সত্যি প্রশংসনীয়। উনি নিজের শর্ত অনুযায়ী চলতে জানেন। নয়নতারা রোমান্টিক, আবার অ্যাকশনধর্মী চরিত্রেও কাজ করছেন।’

কাজল আগারওয়াল। ইনস্টাগ্রাম থেকে

কাজল আগরওয়াল এখন আলোচনায় ‘সত্যভামা’ সিনেমা দিয়ে। ৭ জুন আসতে চলেছে কাজলের ছবিটি। এই ছবিতে তাঁকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।