যশ। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
যশ। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

নায়কের চেয়ে খলনায়কের দাম বেশি

এত দিন শুধু বড়সড় দর হাঁকিয়ে এসেছেন হিন্দি ও দক্ষিণি ছবির নায়কেরা। নায়িকারা ধীরে ধীরে ভালোই পারিশ্রমিক বাড়াচ্ছেনও। এবার নায়কদের পাশাপাশি খলনায়কদের পালা; নায়ক-নায়িকা ছাপিয়ে যেতে চলেছেন এক খলনায়ক। শোনা যাচ্ছে, নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি।

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিকে ঘিরে প্রতিদিন কোনো না কোনো খবর ভেসে আসছে। এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে আর দেবী সীতা রূপে দেখা যাবে দক্ষিণি নায়িকা সাই পল্লবীকে। লঙ্কাপতি রাবণ রূপে কন্নড় সুপারস্টার যশকে নিয়ে এসে এক বড়সড় চমক দিতে চলেছেন নীতেশ। তবে রাবণ রূপে আসার জন্য যশ বড়সড় অঙ্ক নিচ্ছেন বলে জানা গেছে।

এমনকি এই কন্নড় তারকা ‘রামায়ণ’ ছবির নায়ক রণবীর কাপুরের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। জানা গেছে, যশ এই ছবির জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন! ভারতীয় ছায়াছবির ইতিহাসে এর আগে কোনো অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য এত বড় পারিশ্রমিক পাননি। তাই যশই প্রথম অভিনেতা হতে চলেছেন, যিনি খলনায়ক হিসেবে আসার জন্য এত বড় দর হাঁকিয়েছেন।

এই দৌড়ে তিনি কমল হাসানের মতো তারকাকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য কমল হাসান ৪০ কোটি রুপির মতো পারিশ্রমিক নিয়েছিলেন বলে শোনা যায়।

‘টিক্সক’–এ যশ। ইনস্টাগ্রাম থেকে

যশ বলিউড ও দক্ষিণি নায়কদেরও টেক্কা দিয়েছেন। শাহরুখ খান কয়েক বছর ধরে ছবিপিছু ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন। দক্ষিণি সুপারস্টার প্রভাস একটা ছবির জন্য নেন ১২০-১৫০ কোটি রুপি। তবে ‘পুষ্পা’ ছবির পর আল্লু অর্জুন এখন দর বাড়িয়ে তাঁর পারিশ্রমিক ৩০০ কোটি রুপি করেছেন বলে খবর। যশ ‘রামায়ণ’ ছবিতে শুধু অভিনয় করছেন না, তিনি এই ছবির সহপ্রযোজকও।

‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ছাড়া সানি দেওল, লারা দত্ত আছেন। এটি ছাড়া আরও একটি দুরন্ত প্রকল্পে দেখা যাবে যশকে। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে এক ভিন্ন রূপে ধরা দেবেন কন্নড় এই সুপারস্টার। এই ছবিতে যশ ছাড়া আছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়সহ আরও অনেকে। সম্প্রতি ‘টক্সিক’ ছবির টিজার মুক্তি পেয়েছে।