প্রকাশ্যে পরিণীতি–রাঘবের বিয়ের ছবি, আলোচনায় ওড়না

এক সকালে নাশতার টেবিলে বসে প্রথম তাঁদের কথা হয়। তারপর বন্ধুত্ব, প্রেম। গতকাল রোববার থেকে জীবনসঙ্গী অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। গতকাল তাঁরা বিয়ের মালাবদল করেন। উদয়পুরের লেক প্যালেসে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে হয়। রাজকীয় সেই বিয়ের ছবি পোস্ট করেছেন কনে।
বিয়ের ছবি পোস্ট করে অতীতে ফিরে গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। লিখেছেন, ‘প্রথম আমাদের সকালের নাশতার টেবিলে চ্যাট হয়। আজকের এই দিনটির জন্য এ মন বহুদিনের অপেক্ষায় ছিল।’
ছবি: ফেসবুক
পরিণীতি আরও লিখেছেন, ‘চূড়ান্তভাবে এখন আর আমরা শুধুই প্রেমিক-প্রেমিকা জুটি নই, আমরা সবার আশীর্বাদে মিস্টার অ্যান্ড মিসেস। আমরা আসলে একে অন্যকে ছাড়া থাকতে পারতাম না। আমাদের নতুন শুরু।’
তাঁদের এই বন্ধনে ঐতিহাসিক শহর উদয়পুর সাক্ষী হলো এক রাজকীয় বিয়ের। তবে ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব এসেছিলেন কনের কাছে। বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি গতকালই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিয়ের সময়ের একটি মুহূর্তের।
রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী, বরকে স্বাগত জানানো হয়েছিল লীলা প্যালেসে। পরে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
সূর্য অস্তমিত, সূর্যকে সাক্ষী রেখে পাঞ্জাবি রীতি অনুযায়ী চিরবন্ধনে আবদ্ধ হয়ে মালাবদল করছেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর পরিণীতি।
পোশাকের সঙ্গে মানানসই হীরার অলংকারে আরও ঝলমল করছিলেন বলিউড নায়িকা। তবে ওড়নার দিকে ছিল উপস্থিত সবার নজর। এটা যেমন দারুণভাবে সাজানো ছিল, তেমনি ওড়নার পেছনে কিছু লেখা ছিল, সেটা অবশ্য কাছ থেকে বুঝতে আর সমস্যা হয়নি। তাঁর ওড়নায় রাঘবের নাম লেখা ছিল।
বিয়ে পরে রাঘব ও পরিণীতি খুশিতে মেতে ওঠেন। সেই দৃশ্যের ছবি ফেসবুকে পরিণীতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। তখন লীলা প্যালেসের আনাচকানাচ গুঞ্জরিত হয়েছিল ধড়কন ছবির গান ‘দুলহে কা সেহরা’। এই একটি গানই বেশি সময় বেজেছে। কিছু ভিডিওতে তেমনটাই দেখা যায়।