এমরান হাশমির সঙ্গে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া সেই অভিনেত্রী এখন কোথায়

আজ থেকে ঠিক ২০ বছর আগে মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা। সেই সিনেমা ‘পাপ’-এ অভিনয়ের জন্য জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান। তবে পরে এমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি আর কেউ নন, উদিতা গোস্বামী। প্রায় এক দশক আগে অভিনয় ছাড়া অভিনেত্রীর জন্মদিন ছিল গতকাল। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে ১০টি তথ্য।
উদিতা গোস্বামীকে সহজে ভোলা কঠিন। এর অন্যতম কারণ, তিনি দেখতে আর দশটা বলিউড নায়িকার চেয়ে অনেকটাই আলাদা। এটা সম্ভবত হয়েছে তিনি নেপালি বংশোদ্ভূত হওয়ার কারণে। উদিতার জন্ম উত্তরাখন্ডের দেরাদুনে। তাঁর বাবা বেনারসের, মা শিলংয়ের। তাঁর নানি ছিলেন নেপালি
ছবি : সংগৃহীত
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন উদিতা, পরে নাম লেখান অভিনয়ে। ১৬ বছর বয়সে দেরাদুনে প্রথমবার র্যাম্পে হাঁটেন
বিজ্ঞাপনে কাজ শুরু করলে দ্রুতই নামডাক হয়। একের পর এক বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হন। ২০০৩ সালে ‘পাপ’ দিয়ে বড় পর্দায় নাম লেখান
‘পাপ’ ছবিতে বৌদ্ধ মঠে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা এক তরুণীর চরিত্রে অভিনয় করেন উদিতা গোস্বামী। ছবিটি সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও উদিতার অভিনয় প্রশংসিত হয়। ব্যাপক জনপ্রিয় হয় রাহাত ফতেহ আলীর কণ্ঠে ‘মান কি লাগান’ গানটিও
তবে হাজারো তরুণের হৃদয়ে উদিতা ঝড় তোলেন পরের ছবি ‘জেহের’ দিয়ে। এমরান হাশমির সঙ্গে ছবিটিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ও চুম্বনের দৃশ্যে দেখা যায় তাঁকে। রাতারাতি উদিতা জনপ্রিয়তা পান
‘জেহের’ জনপ্রিয় হওয়ার পর এমরান হাশমির সঙ্গে একের পর এক ছবি করতে থাকেন উদিতা। এর মধ্যে আছে ‘আকসার’, ‘দিল দিয়া হ্যায়’
পর্দায় পরিচালকেরা উদিতাকে বারবারই আবেদনময়ী হিসেবেই হাজির করেছেন
রাতারাতি যেমন খ্যাতি পেয়েছিলেন, তেমনি দ্রুতই আড়ালে চলে যান উদিতা। ২০১২ সালে তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডায়েরি অব আ বাটারফ্লাই’ মুক্তি পায়
২০১৩ সালে হিন্দি সিনেমার পরিচিত নির্মাতা মোহিত সুরিকে বিয়ে করেন উদিতা গোস্বামী। ২০১৫ ও ২০১৮ সালে কন্যা ও পুত্রসন্তানের মা হন উদিতা
অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিতই নানা ধরনের ছবি পোস্ট করেন। ইনস্টাগ্রামে স্বামীর ছবির প্রচারও চালাতে দেখা গেছে তাঁকে