মারপিট পছন্দ এই নায়িকার

সিনেমা দিয়ে সুপারস্টার হওয়া যায়। সেই সিনেমার নায়িকা হয়ে জনপ্রিয়তা পাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বয়স কম, বলা যায় কিশোরী। তাই শুরু করেন গান, মডেলিং। এভাবে চলতে থাকে চার বছর। পরে ২০১৩ সালে তিনি নায়িকা হিসেবে সিনেমায় জায়গা পান। আর প্রথম সিনেমাই তাঁর স্বপ্ন পূরণ করে। তিনি ভক্তদের কাছে পরিচিতি পেতে শুরু করেন। বলছি, অভিনেত্রী রাশি খান্নার কথা। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে এই অভিনেত্রীর জানা-অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন।
নায়িকা হিসেবে প্রথম তিনি নাম লেখান ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমায়। দর্শকপ্রিয় সিনেমাটিতে রুবি চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে নবাগত অভিনেত্রী হিসেবে তিনি আলোচনায় আসেন।
ছবি: ফেসবুক
অভিনয়ে ব্যস্ত হওয়ার আগে তিনি চেয়েছিলেন আইএএস অফিসার হবেন। কিন্তু মডেলিং ও অভিনয় ক্যারিয়ার শুরু করার পরে মিডিয়াই তাঁর দ্বিতীয় থেকে প্রথম পছন্দের হয়ে দাঁড়ায়।
একাধিক মারপিটের সিনেমায় তাঁকে দেখা গেছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পর্দায় মারামারির দৃশ্যগুলো তাঁর অনেক পছন্দের। তিনি নিজেও পর্দায় মারামারি করতে পছন্দ করেন।
মজার ব্যাপার হচ্ছে, বেশির ভাগ নায়িকা যেখানে সাপ দেখলেই ভয়ে জড়সড়। সেখানে এই নায়িকা সাপ খুব পছন্দ করেন। একবার তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আইন মেনে সাপ পোষার জন্য বাসায় রাখতেও তাঁর আপত্তি নেই।
প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসার পরে ব্যস্ততা বেড়ে যায়। পরপর তিনি ছয়টি সিনেমায় নাম লেখান। তিনি ‘বেঙ্গল টাইগার’, ‘ভিলেন’, সিরিজ ‘ফারজি’, ‘রুদ্র: দ্য এজ অব ড্রার্কনেস’সহ বেশ কিছু কাজ দিয়ে ক্যারিয়ার এগিয়ে নেন। এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর চারটি সিনেমা। অভিনয়ের বাইরে তিনি নিয়মিত গানও করছেন।