নানা বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে তাঁকে। করেছেন বায়োপিক, দেখা গেছে হরর-কমেডিতে। তাঁর অভিনীত বেশ কয়েকটি সিনেমা হয়েছে ব্যবসাসফলও। ছবিতে ছবিতে এই অভিনেত্রী সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক।
বড় হয়ে তিনি অভিনেত্রী হয়েছেন বটে, তবে অভিনয়ের সঙ্গে গানটিও ভালো পারেন। অভিনেত্রীর গানের প্রতিভা নিয়ে এত কথার হেতু লতা মঙ্গেশকরের সঙ্গে এই ছবিটি। ছোটবেলা থেকে ভারতের কিংবদন্তি গায়কির সান্নিধ্য পেয়েছেন তিনি। কীভাবে? তাঁর নানা পণ্ডিত পানধারিনাথ কোলপারে ছিলেন লতার চাচাতো ভাই। সেই সূত্রে বেশ ছোটবেলাতেই বেশ কয়েকবার গায়িকার সঙ্গে দেখা হয়েছে আজকের বলিউড অভিনেত্রীর
শ্রদ্ধার মা শিবাঙ্গি । ১৯৮৭ সালের ৩ মার্চ মুম্বাইয়ের চলচ্চিত্র পরিবারে জন্ম হয় তাঁর।তাঁর বাবা অভিনেতা। ১৯৭৪ সাল থেকে অভিনয় করেছেন হিন্দি সিনেমায়।
তিনি আর কেউ নন, শ্রদ্ধা কাপুর। অভিনেতা শক্তি কাপুরের মেয়ে।শ্রদ্ধা কাপুর ছাড়াও শক্তি কাপুরের এক ছেলেও আছে—সিদ্ধান্ত কাপুর। তিনিও অভিনয় করেন। তাঁকে দেখা গেছে ‘ভুল ভুলাইয়া’, ‘আগলি’ ইত্যাদি সিনেমায়। তবে বোনের মতো ততটা পরিচিতি পাননি তিনি
বিজ্ঞাপন
কোলাপুরি। তাঁর পদবি দেখে অনেকেই অনুমান করতে পারছেন তিনি বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি ও তেজস্বিনী কোলাপুরির বোন২০১০ সালে ‘তিন পাত্তি’ দিয়ে বলিউডে অভিষেক হয় শ্রদ্ধার। অভিনেত্রীর নতুন সিনেমা ‘তু ঝুটা ম্যায় মক্কার’ আগামী ৮ মার্চ মুক্তি পাবে।