সাফজয়ী মেয়েদের ট্রফিসহ ঘুমানোর ছবি নিয়ে যা বললেন ফারুকী

ছবিগুলো একসঙ্গে ফেসবুকে পোস্ট করে প্রশংসা করেছেন পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী
কোলাজ

গতকাল থেকে আলোচনায় বাংলাদেশের ফুটবলের দাপুটে মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার দেশের জন্য গৌরব বয়ে এনে প্রশংসা ভাসছেন তাঁরা। গতকাল থেকে ফেসবুকে ঘুরছে বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড়ের বিছানায় ট্রফিসহ ঘুমানোর ছবি। সেই ছবিগুলো খেলোয়াড়েরা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এই ছবিগুলো একসঙ্গে ফেসবুকে পোস্ট করে প্রশংসা করেছেন পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকী

গত ফুটবল বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন লিওনেল মেসি সারা বিশ্বের ভক্তদের চমকে দেন ট্রফি জয় করে। সেই ট্রফি নিয়ে মেসি ঘুমাচ্ছেন, এমন একটা ছবি পোস্ট করলে লাখ লাখ মেসি–ভক্ত সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বিশ্বব্যাপী ট্রফি নিয়ে মেসির ঘুমানোর ছবি আলোচনায় আসে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি হাতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা (মাঝে)

গতকাল থেকে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দারা প্রশংসা পাচ্ছেন। তাঁরা ট্রফি জয়ের পরে মেসির মতো করেই ট্রফি নিয়ে ঘুমানোর ছবি পোস্ট করেন। সেই ছবি নিয়ে ফারুকী লিখেছেন, ‘মাস্টার লিও মেসি পদ্ধতিটি উদ্ভাবন করলেও একই স্টাইলে ছবিটি এবার পোস্ট করেছেন বাংলাদেশের বাঘিনীরা।
বিভিন্ন সময় দেখা যায়, নানাভাবে বঞ্চিত এই নারী ফুটবল খেলোয়াড়েরা। তাঁদের নিয়ে ফারুকী আরও লিখেছেন, ‘এখনই তাঁদের সম্মানের সঙ্গে পুরস্কার দেওয়া উচিত। সরকারের এই পুরস্কার শুধু পুরুষ ক্রিকেট দলের জন্যই হওয়া উচিত নয়! ধন্যবাদ!’ এ সময় তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন।