পুরস্কার হাতে রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: আলিয়ার ইনস্টাগ্রাম থেকে
পুরস্কার হাতে রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: আলিয়ার ইনস্টাগ্রাম থেকে

আবার আলিয়া, সঙ্গী রণবীর

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিষেক। তবে সে সিনেমায় অভিনয় করে সুনামের চেয়ে দুর্নামই বেশি কামিয়েছিলেন আলিয়া ভাট। দুর্বল অভিনয়ের জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল। সঙ্গে জোর আলোচনা হয়েছিল স্বজনপ্রীতি নিয়ে। তবে পরের সিনেমা হাইওয়েতে নিজের জাত চিনিয়েছিলেন অভিনেত্রী। সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন ইমতিয়াজ আলীর সিনেমাটি দিয়ে। সেই শুরু, এর পর থেকে ফিল্মফেয়ারে পুরস্কার জয় যেন ‘নিয়মে’ পরিণত করেছেন অভিনেত্রী। ব্যতিক্রম হলো না এবারও, গত রোববার রাতে গুজরাটের গান্ধীনগরে বসেছিল ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কারের আসর। সেখানে রকি অউর রানী কি প্রেমকাহানির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তিনি।

হাইওয়ের পর ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র জন্য ফিল্মফেয়ারের ব্ল্যাকলেডি নিয়ে ঘরে ফিরেছিলেন আলিয়া।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট

এবার পেলেন করণ জোহরের ‘রকি অউর রানী কি প্রেমকাহানি’তে বাঙালি চরিত্র রানী চ্যাটার্জির চরিত্রে অভিনয় করে। এই নিয়ে ছয়বার ফিল্মফেয়ার জিতলেন তিনি। পুরস্কার জয়ের পর আলিয়া বলেন, ‘রানী চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের। অনেক কারণেই এটি আমাকে প্রবলভাবে স্পর্শ করেছে।’

এবারের ফিল্মফেয়ার আলিয়ার জন্য আরেকটি খুশির উপলক্ষও বয়ে এনেছে। কারণ, তাঁর স্বামী রণবীর কাপুর ‘অ্যানিমেল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

ফিল্মফেয়ারের সেরা পরিচালক হয়েছেন টুয়েলভথ ফেল নির্মাতা বিধু বিনোদ চোপড়া, এ ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছে বিক্রান্ত ম্যাসি। এ ছাড়া সেরা অভিনেত্রী (সমালোচক) হয়েছেন রানী মুখার্জি (‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’) ও শেফালি শাহ (‘থ্রি অব আস’)। এ ছাড়া সেরা সহ-অভিনেতা ভিকি কৌশল (‘ডানকি’), সেরা সহ-অভিনেত্রী হয়েছেন শাবানা আজমি (‘রকি অউর রানী কি প্রেমকাহানি’)। অন্যান্য পুরস্কারের মধ্যে সেরা প্লেব্যাক গায়ক হয়েছেন ভূপিন্দর বাব্বল; অ্যানিমেল সিনেমার ‘আরজন ভ্যালি’ গানের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। গত বছরের অন্যতম আলোচিত গান ছিল ‘পাঠান’–এর ‘বেশরম রং’। এ গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকা হয়েছেন শিল্পা রাও। এ ছাড়া আজীবন সম্মাননা দেওয়া হয়েছে ডেভিড ধাওয়ানকে।

এবার ‘অ্যানিমেল’ জিতেছে সর্বোচ্চ ছয়টি পুরস্কার, ‘টুয়েলভথ ফেল’ পেয়েছে ৫টি। এবারের অনুষ্ঠানে পারফর্ম করেন রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলী খান, কার্তিক আরিয়ানরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল।