প্রেমিকের সঙ্গে নতুন ছবি দিলেন তামান্না

গত সপ্তাহেই বিজয় ভার্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন তামান্না ভাটিয়া। এর পর থেকেই আলোচনায় এই অভিনেত্রী। বিজয় ভার্মার সঙ্গে একটি ফটোশুটের ছবি ফেসবুকে পোস্ট করেছেন তামান্না। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কী বলছেন ভক্তরা? জেনে নেওয়া যাক ইন্ডিয়াগ্লিটজ অবলম্বনে।
২৯ জুন মুক্তি পাবে নেটফ্লিক্সের সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’। আগের কিস্তির মতো এটিও নির্মিত হয়েছে যৌনতার বিভিন্ন দিক নিয়ে। ‘লাস্ট স্টোরিজ ২’-তে তামান্নার বিপরীতে অভিনয় করেছেন বিজয় ভার্মা
ইনস্টাগ্রাম থেকে
কিছুদিন আগেই বিজয়ের সঙ্গে প্রেমের বিষয়টি নিশ্চিত করেছেন তামান্না। অনেকেই মনে করছেন, প্রেমিকের কারণেই পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছেন তামান্না। কারণ, ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতেন তিনি। পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতেন না; অন্তরঙ্গ দৃশ্য আছে, এমন সিনেমা করতেও আপত্তি ছিল। কিন্তু এ সিরিজের জন্য নিয়ম ভেঙেছেন তিনি
ফেসবুক থেকে
সিরিজটির প্রচার উপলক্ষে বিজয় ও তামান্না ফটোশুটে অংশ নিয়েছেন, তামান্না ছবিগুলো শেয়ার করেছেন নিজের ফেসবুক, ইনস্টাগ্রামে। ছবিতে কালো পোশাকে বেশ আবেদনময়ী ভঙ্গিতে পাওয়া গেছে তামান্নাকে
ইনস্টাগ্রাম থেকে
ছবির নিচে মন্তব্য করেছেন তামান্নার অনেক ভক্ত। বেশির ভাগই তাঁকে ভাসিয়েছেন প্রশংসায়। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ এক ভক্ত আবার লিখেছেন, ‘তামান্না পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী।’ কেউ আবার তাঁকে অভিহিত করেছেন ‘বিউটি কুইন’ বলে
গত শুক্রবার অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তামান্না অভিনীত আরেকটি ওয়েব সিরিজ ‘জি করদা’। এ সিরিজেও অভিনেত্রীকে পাওয়া গেছে আবেদনময়ী ভঙ্গিতে