হিন্দি সিনেমায় আলোচিত নাম পঙ্কজ ত্রিপাঠি। সিরিজ থেকে সিনেমা, নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন অভিনেতা। তবে জীবনের শুরুতে নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এনে আবেগাপ্লুত হয়ে পড়লেন অভিনেতা।
আমি পেছনের গেট দিয়ে একটা সময় হোটেলে ঢুকতাম। যেখান দিয়ে অন্য স্টাফরাও ঢুকতেন। আজ আমি মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পেরেছি। খোদ জেনারেল ম্যানেজার আমাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন।পঙ্কজ ত্রিপাঠি
নব্বই দশকের গোড়ার দিকে বিহারের পাটনার একটি হোটেলে কাজ করতেন পঙ্কজ। পাশাপাশি অভিনয় ও থিয়েটারের প্রতি ভালোবাসাও ছিল।
দ্য লালানটপকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি বলেছেন, তিনি এখনো সেই পাটনার হোটেলের পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। একটি অনুষ্ঠানে অভিনেতা বলেছিলেন, ‘আমি প্রথম দিকে যে হোটেলে কাজ করেছি, তার প্রায় ১৫ জন স্টাফের সঙ্গে আজ দেখা করেছি। এমনকি বিক্রান্ত ম্যাসির সঙ্গেও দেখা করেছি।’
সেই সময় হোটেলে কাজ করা পঙ্কজ এখন বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। পঙ্কজকে তাঁর হোটেলে খুব অন্য ভাবে সবাই ওয়েলকাম করেছিলেন।
যা দেখে আবেগপ্রবণ অভিনেতা বলেন, ‘আমি পেছনের গেট দিয়ে একটা সময় হোটেলে ঢুকতাম। যেখান দিয়ে অন্য স্টাফরাও ঢুকতেন। আজ আমি মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পেরেছি। খোদ জেনারেল ম্যানেজার আমাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন। আমি একমুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই স্মৃতিগুলো হঠাৎ ফিরে আসছিল এবং বুঝলাম যে জীবনে সবকিছু সম্ভব। কঠোর পরিশ্রম সব স্বপ্নপূরণ করতে পারে।’
এর আগে পিটিআইকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, নাইট শিফট শেষ করে বাড়ি ফিরতাম। তারপর রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত থিয়েটার করতাম। তারপর আবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হোটেলের রান্নাঘরে কাজ করতাম। আমি দুই বছর ধরে এটি করেছি।’
চলতি বছর পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’ ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে পঙ্কজের আরও কয়েকটি সিনেমা ও সিরিজ।