বছর পাঁচেক আগে এক সিনেমার গানে দক্ষিণ ভারতের তরুণ অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের চোখের ইশারায় দুলেছিল ইন্টানেট–দুনিয়া। সেই প্রিয়া এবার কন্নড় সিনেমা নিয়ে আসছেন।
বিনোদন ডেস্কঢাকা
‘বিঞ্চু প্রিয়া’ নামে একটি সিনেমা দিয়ে কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটছে প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের। ছবিটি মুক্তি পাবে ২১ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
‘উরু আডার লাভ’ সিনেমার গানে প্রিয়ার ভ্রু নাচানোর দৃশ্যে বুঁদ হয়ে ছিল ৯ থেকে ৯০; ২০১৮ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজার তালিকায় উঠে এসেছিলেন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় প্রিয়া। ফেসবুকে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৩০ লাখের মতো; ইনস্টাগ্রামে ৭৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁরছয় বছরের ক্যারিয়ারে তেলেগু, মালয়ালম থেকে বলিউড—সব ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তিনি
সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি, ছবিগুলো নজর কেড়েছে অনুরাগীদের