বলিউডের তুমুল পরিচিত শিশুশিল্পী তাঁরা। হিট সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে স্পষ্ট ছাপ তৈরি করা এই শিল্পীরা এখন কে কোথায় আছেন? কোলাজ
বলিউডের তুমুল পরিচিত শিশুশিল্পী তাঁরা। হিট সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে স্পষ্ট ছাপ তৈরি করা এই শিল্পীরা এখন কে কোথায় আছেন? কোলাজ

বলিউডের এই শিশুশিল্পীরা কে কোথায়...

বলিউডের তুমুল পরিচিত শিশুশিল্পী তাঁরা। হিট সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে স্পষ্ট ছাপ তৈরি করা এই শিল্পীরা এখন কে কোথায় আছেন? কী করছেন? এমন প্রশ্ন প্রায়ই উঁকি দেয় সিনেমাপ্রেমীদের মনে। কিন্তু শিশুশিল্পী হিসেবে নাম কুড়ালেও তাঁদের কেউ কেউ এখন বলিউডের দাপুটে অভিনেতা-অভিনেত্রী বা চেনা মুখ। একনজরে দেখে নেওয়া যাক এই তালিকায় আছেন কোন কোন তারকা।

হাঁসিকা মোতওয়ানি
শিশুশিল্পী হিসেবে হৃতিক রোশন ও প্রীতি জিনতার ‘কোই মিল গ্যায়া’ ছবিতে অভিনয় করেন হাঁসিকা।

শিশুশিল্পী হিসেবে হৃতিক রোশন ও প্রীতি জিনতার ‘কোই মিল গ্যায়া’ ছবিতে অভিনয় করেন হাঁসিকা। ইনস্টাগ্রাম থেকে
শিশুশিল্পী হিসেবে হৃতিক রোশন ও প্রীতি জিনতার ‘কোই মিল গ্যায়া’ ছবিতে অভিনয় করেন হাঁসিকা। ইনস্টাগ্রাম থেকে

পাশাপাশি ‘শাকা লাকা বুম বুম’, ‘কারিশমাকা কারিশমা’, ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালে অভিনয় করেন। গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘আপ কা সুরুর’ ছবিতে প্রথমবার মূল চরিত্রে অভিনয় করেন তিনি।  এখন দক্ষিণের জনপ্রিয় নায়িকা তিনি।

কুনাল খেমু
ছোটবেলাতেই তুমুল জনপ্রিয় ছিলেন বলিউড অভিনেতা কুনাল খেমু। ‘স্যার’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন কুনাল। বড় হয়েও অভিনয় করেছেন তিনি।

‘স্যার’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন কুনাল। ভিডিও থেকে

তবে হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে। বলিউড অভিনেতা সাইফ আলী খানের বোন সারাহ আলী খানের স্বামী কুনাল খেমু। তাঁদের আছে একটি কন্যাসন্তান। সম্প্রতি তিনি আলোচনায় নির্মাতা হিসেবে। তাঁর পরিচালিত কমেডি সিনেমা ‘মারগাও এক্সপ্রেস’ দর্শক-সমালোকদের কাছে প্রশংসিত হয়েছে।

সানা সাইদ
বলিউড সুপারস্টার শাহরুখ খান ও কাজলের বিখ্যাত সেই ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার কথা নিশ্চই মনে আছে? ব্লকবাস্টার হিট সিনেমাটিতে শাহরুখ খানের মেয়ের চরিত্রের নাম আঞ্জেলি। সেই আঞ্জেলির চরিত্রে অভিনয় করেছেন সানা সাইদ।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় শাহরুখ খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সানা সাইদ। কোলাজ

সে এখন বি টাউনের অভিনেত্রী। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমাতে দেখা গেছে সানাকে। পাশাপাশি ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’তেও দেখা গেছে তাঁকে।

আলিয়া ভাট
এখন বলিউডের প্রথম সারির নায়িকা আলিয়া ভাট। নায়িকা হিসেবে প্রথম অভিনয় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। তবে জানেন কি শিশুশিল্পী হিসেবেই বলিউড অভিষেক হয়েছিল আলিয়া ভাটের। ১৯৯৯ সালের ছবি ‘সংঘর্ষ’তে প্রীতি জিনতার ছোটবেলার চরিত্রে দেখা গেছে আলিয়াকে।