‘সীতা রমম’ অভিনেত্রীর কানে পা

আগে বেশ কয়েকটি হিন্দি সিনেমা করলেও গত বছর তেলেগু সিনেমা ‘সীতা রমম’ দিয়ে আলোচনায় এসেছেন ম্রুণাল ঠাকুর। চলতি বছর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিনি। এনডিটিভি অবলম্বনে সে গল্পই জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
একটি পানীয় প্রস্তুতকারক কোম্পানির হয়ে কান উৎসবে যোগ দিয়েছেন ম্রুণাল ঠাকুর। নিজের ইনস্টাগ্রামে কান থেকে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন
ইনস্টাগ্রাম
কালো পোশাকের বেশ কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ‘কান উৎসবের অভিজ্ঞতা নেওয়ার জন্য তৈরি’
ইনস্টাগ্রাম
আগে কান উৎসবে অংশ নেওয়া নিয়ে ম্রুণাল বলেছিলেন, ‘কান উৎসবে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। প্রথমবারের মতো উৎসবে যাওয়া, এটি আমার জন্য অত্যন্ত সম্মানের’
ইনস্টাগ্রাম
ম্রুণালকে সর্বশেষ দেখা গেছে ‘গুমরাহ’ ছবিতে। আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর ছবিটি অবশ্য সেভাবে সাড়া জাগাতে পারেনি। সামনে অভিনেত্রীকে দেখা যাবে বেশ কয়েকটি হিন্দি ও দক্ষিণি ছবিতে