জন্মদিনের এক সপ্তাহ আগেই চলে গেলেন ‘বুনিয়াদ’, ‘জুনুন’ অভিনেতা মঙ্গল

মঙ্গল ধীলন
টুইটার

আগামী রোববার তাঁর জন্মদিন। তবে দিনটিতে মন খারাপ করেই তাঁকে মনে করবেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ভক্ত-দর্শকেরা। জন্মদিনের সাত দিন আগেই চলে গেলেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা, পরিচালক মঙ্গল ধীলন। আজ সকালে লুধিয়ানার একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৮। দীর্ঘদিন ধরে মঙ্গল ক্যানসারে ভুগছিলেন। খবর ডিএনএর

তিনি দূরদর্শন ও রেডিও নাটকে অভিনয় করেছেন, অনেক বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দিয়েছেন। ১৯৮৬ সালে টিভি সিরিয়াল ‘কথা সাগর’ দিয়ে অভিনয়ে শুরু।

তবে পরিচিতি পান একই বছর প্রচার হওয়া ‘বুনিয়াদ’ সিরিয়ালের মাধ্যমে। এরপর একে একে ‘জুনুন’, ‘কিসমত’, ‘দ্য গ্রেট মারাঠা’, ‘সাহিল’, ‘মাওলানা আজাদ’, ‘রিশতা’, ‘যুগ’, ‘নুরজাহান’ ইত্যাদি সিরিয়ালে দেখা যায় তাঁকে।

ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও দেখা গেছে মঙ্গলকে। ‘খুন ভরি মাঙ্গ’, ‘দয়াবান’, ‘নাকাবন্দী’, ‘দালাল’, ‘ট্রেন টু পাকিস্তান’-এর মতো ছবির মাধ্যমে পরিচিতি পান।
অভিনয় করেন ২০০৩ সালে ফারদিন খান অভিনীত ‘জানশিন’ সিনেমায়ও। পরের দিনে নিজের প্রযোজনা সংস্থা খোলেন। তবে চলচ্চিত্র সেভাবে ছাপ রাখতে পারেনি সংস্থাটি।

পাঞ্জাবের ফরিদকোটের এক শিখ পরিবারে জন্ম মঙ্গল ধীলনের। পড়াশোনা করেছেন পাঞ্জাব ও উত্তর প্রদেশে। ১৯৮০ সালে অভিনয়ে ডিপ্লোমা কোর্স করেন।
মঙ্গল ধীলনের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের অভিনয়শিল্পীরা। অভিনেতা যশপাল শর্মা ফেসবুকে লিখেছেন, ‘মঙ্গল ধীলনজি, আপনার আত্মা শান্তি পাক।’