পশমিনা রোশান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
পশমিনা রোশান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

হৃতিকের থেকে কী পরামর্শ পেয়েছেন পশমিনা

এবার বলিউডে পা রাখতে চলেছেন পশমিনা রোশন। নবাগত এই নায়িকা রোশন পরিবারের মেয়ে। বলিউড তারকা হৃতিক রোশন সম্পর্কে তাঁর চাচাতো ভাই। আর পশমিনার বাবা হলেন সংগীত পরিচালক রাজেশ রোশন।

তাই এখন রোশন পরিবারের ঐতিহ্য পশমিনার কাঁধে। ‘ঈশক ভিশক রিবাউন্ড’ ছবির গান মুক্তির অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেছেন।

গত মঙ্গলবার মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিপুণ ধর্মাধিকারী পরিচালিত ছবি ‘ঈশক ভিশক রিবাউন্ড’। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল শহিদ কাপুর আর অমৃতা রাও অভিনীত ছবি ‘ঈশক ভিশক’। তবে নিপুণের এই ছবির গল্প সম্পূর্ণ আলাদা। আধুনিক প্রেম নিয়ে ছবির কাহিনি নির্মাণ করা হয়েছে।

পশমিনা রোশান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

রমেশ তওরানি প্রযোজিত এই ছবির মূল চরিত্রে আছেন কিছু চেনা ও কিছু অচেনা মুখ। চেনা মুখের মধ্যে আছে রোহিত সরাফ। আবার অচেনা মুখ হলেন পশমিনা। এই ছবির মাধ্যমে নায়ক হিসেবে জিব্রানের বলিউডে অভিষেক হতে চলেছে। তবে শিশুশিল্পী হিসেবে এর আগে তাঁকে ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে শাহরুখ খানের ছেলের ভূমিকায় দেখা গেছে। এ ছাড়া জিব্রান আরও অনেক ছবিতে শিশুশিল্পী হিসেবে নজর কেড়েছেন। তবে এ ছবিতে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন পশমিনা রোশন। কারণ রোশন পরিবারের মেয়ে তিনি।

গান মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবার প্রসঙ্গে পশমিনা বলেন, ‘আমার নামের সঙ্গে “রোশন” জুড়ে যাওয়াতে আমি একদিকে গর্ববোধ করি, আবার কোথাও চাপ অনুভব করি।

পশমিনা রোশান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করি, কারণ আমি তাঁদের সান্নিধ্য পাই। এই পরিবারের অংশ হতে পেরে খুব-ই খুশি। আমার জন্য তাঁরা যা করেন, তা ভাষায় বর্ণনা করতে পারব না। তবে আমি আমার পরিবারের ঐতিহ্যকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারব, তা ভেবে আমি বেশ চাপ অনুভব করি।’

একই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পরিবারের অন্য সদস্যদের মতো আমি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে পারব কি না, এ প্রশ্ন আমাকে ভাবায়। আমি জীবনের প্রায় সব ক্ষেত্রে পরিবারের মানুষদের পরামর্শ নেওয়ার চেষ্টা করি। তাঁরা আমাকে নানা উপদেশ দেন।’

পশমিনা রোশান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এই সূত্রে এসে যায় চাচাতো ভাই হৃতিক রোশনের কথা। হৃতিক তাঁকে কোনো পরামর্শ দিয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে পশমিনার জবাব, ‘তিনি যে শুধু আমাকে পরামর্শ দেন, তা নয়, তিনি আমার মেন্টরও। তিনি সব সময় সততার সঙ্গে কাজ করার কথা বলেন। এ–ও বলেন, কাজের ক্ষেত্রে নিজের শতভাগ দিতে। তাঁর মতে, এই দুটি বিষয় মেনে চললে আমি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে পারব।’
নিপুণ ধর্মাধিকারী পরিচালিত ‘ইশক ভিশক রিবাউন্ড’ ছবিটি আগামী ২১ জুন বড় পর্দায় মুক্তি পাবে।