বিশ্বকাপ ফাইনালে ভেঙে পরা ফ্রান্স শেষ মুহূর্তে আবার ঘুরে দাঁড়ায়। পুরো সময়জুড়েই ছিল শ্বাসরুদ্ধ পরিবেশ, খেলায় ছিল টানটান উত্তেজনা। ৯০ মিনিটের খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। গত রাতে ইতিহাস গড়ে ৩৬ বছর পর কাপ জিতলেন মেসিরা। সেই খেলাকে জীবনের সেরা ম্যাচ বললেন শাহরুখ।
খেলা দেখে শাহরুখ ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘আমার দেখা এখন পর্যন্ত সেরা এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ। শৈশবে মায়ের সঙ্গে বসে খেলা দেখতাম। তখন ছোট টেলিভিশন ছিল। এখন আমি সন্তানদের সঙ্গে খেলা দেখি—সেই একই উচ্ছ্বাস, উত্তেজনা কাজ করে। সবশেষে এবারের চমক দেখানোর জন্য মেসিকে ধন্যবাদ। আমাদের সবার বিশ্বাস ছিল, এই (মেসি) মেধাবী, পরিশ্রমী, স্বপ্নবাজ খেলোয়াড়ের হাতেই যাবে বিশ্বকাপ।’
বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর ‘পাঠান’ সিনেমার প্রচারণা নিয়ে। সেই সিনেমার প্রচারে গত রোববার সন্ধ্যায় হাজির হয়েছিলেন স্পোর্টস ১৮–এর অতিথি হয়ে। সেখানেও শাহরুখের মুখে ঘুরে ফিরে আসে ফুটবল খেলা। অনুষ্ঠান সঞ্চালক এবং ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েন রুনির সঙ্গে বিশ্বকাপ ফুটবল নিয়ে জমিয়ে আড্ডা দেন শাহরুখ। এই সময় আলোচনায় তিনি মেসির বিদায় নিয়েও প্রশ্ন তোলেন। শাহরুখ বলেন, ‘আমি মোটেই মনে করি না, মেসির বিদায় নেওয়ার সময় হয়েছে। তাঁর বয়স সবেমাত্র ৩৫ বছর। এই বয়সে রোনাল্ডোও খেলেছেন।’
গত সোমবার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তির পরই অশ্লীলতার অভিযোগ ওঠে ছবির বিরুদ্ধে। মধ্যপ্রদেশে তো ছবি নিয়ে বিক্ষোভ হয়। জ্বালানো হয় শাহরুখ–দীপিকার কুশপুত্তলিকা। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বর্জনের ডাক দেওয়া হয়। কিন্তু শাহরুখ দমে যাননি। তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর ছবির প্রচারণা। ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ ৪ বছর পর আগামী ২৫ জানুয়ারি পর্দায় ফিরছেন বলিউড বাদশা।