গত বছর মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয় হিন্দি ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। তবে মুক্তির পর বক্স অফিসে ছবির ঠিকই ব্যবসায়িক সাফল্য পায় ছবিটি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির আগে ও পরে বলিউডের অনেক অভিনয়শিল্পী, পরিচালকের সঙ্গে ‘টুইটার-যুদ্ধ’-এ জড়ান পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
এবার মহামারিকে কেন্দ্র করে এক নতুন ছবি উপহার দিতে চলেছেন এই পরিচালক। ছবির নাম ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’। এবার এই ছবির সঙ্গে যুক্ত হতে চলেছেন এক বাঙালি অভিনেত্রী।
ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিকে কেন্দ্র করে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিটি নির্মাণ করতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী।
সম্প্রতি ছবিটির শেষ পর্যায়ের শুটিং শুরু হয়েছে। এই ছবির মূল চরিত্রে আছেন নানা পাটেকর ও অনুপম খেরের মতো তুখোড় অভিনেতারা। এবার এই তালিকায় যুক্ত হলেন টালিউড অভিনেত্রী রাইমা সেন।
সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও পোস্ট করে এ ব্যাপারে জানিয়েছেন। তিনি ভিডিওতে রাইমার পরিচয় দিয়ে বলেছেন যে রাইমা এবার এই ছবির এক অংশ হতে চলেছেন।
‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিটি ১৫ আগস্ট মুক্তি পাবে। কোভিড ১৯ মহামারির সময় চিকিৎসা জগৎ আর বৈজ্ঞানিক মহল যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, বিবেক এই ছবিটি তাঁদের প্রতি উৎসর্গ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চলেছেন। পল্লবী যোশি প্রযোজিত ছবিটি হিন্দি, ইংরেজি, বাংলা, ভোজপুরী, তামিল, তেলেগুসহ ১১টি ভাষায় মুক্তি পেতে চলেছে।