সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে। তবে এই ছবিতে স্কোয়াড্রন লিডার ‘প্যাটি’র ভূমিকায় হৃতিক রোশন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিছুদিন আগে হৃতিক রোশনের মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি। সঙ্গে ছিলেন মুম্বাইয়ের কয়েকজন বিনোদন সাংবাদিক।
আড্ডা শুরু হয় ‘ফাইটার’ ছবির কথা দিয়ে। প্রথমবার ভারতীয় বিমানবাহিনীর উর্দি গায়ে জড়িয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানান অভিনেতা। তিনি বলেন, ‘সে এক অদ্ভুত অনুভূতি। আবেগের পাশাপাশি গর্ব অনুভব করেছিলাম। এতটুকু ওজন যাতে না বাড়ে, সেদিকে নজর রাখতে হয়েছিল আমাকে। কারণ, উর্দি তাহলে ফিট হবে না।’
সেটে নাকি পরিচালকের বাধ্য ছাত্রের মতো থাকতেন হৃতিক। এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতার জবাব, ‘অভিনেতাদের পরিচালকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলা প্রয়োজন। আমি সেটে পরিচালকের কাছে নিজেকে সমর্পণ করি। এমনকি এ ছবির সব অভিনেতাই নিজেদের সিডের (সিদ্ধার্থ আনন্দ) কাছে সঁপে দিয়েছিলাম। তিনি ছবিটির চিত্রকর, আমরা ছিলাম রংমাত্র।’
জীবনযুদ্ধে লড়াই করা হৃতিকের কাছে এক খেলামাত্র। এই বলিউড সুপারস্টারের কথায়, ‘আপনি যখন জীবনের “ফাইট” উপভোগ করা শুরু করবেন, তখন এটা আপনার কাছে মজার খেলা হয়ে উঠবে। তখন খেলোয়াড় হিসেবে একের পর এক চ্যালেঞ্জ পার হতে চাইবেন।’
হৃতিকের কাছে তাঁর বাবা আর দাদা আসল ফাইটার। তিনি বলেন, ‘বাবা আর দাদাজির সংগ্রামের কাহিনি শুনেছি, কিছুটা দেখেছি। আমি আজ যে উচ্চতায় পৌঁছেছি, তার পেছনে তাঁদের অবদান অনেক বেশি।’
বলিউডের শীর্ষ তারকাদের হৃতিক একজন। তবে তিনি নিজেকে তারকার চেয়ে বেশি অভিনেতা মনে করেন। এটাই তাঁর আসল পরিচয় বলে জানিয়েছেন হৃতিক।
তারকাখ্যাতি প্রসঙ্গে হৃতিক বলেন, ‘প্রতিদিন আরও ভালো অভিনেতা হয়ে ওঠার জন্য সব সময় চেষ্টা করি। আমি অভিনেতা হতে এসেছি। তাই তারকাখ্যাতি কখনো কখনো আমার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। আমি সব সময় চাই অভিনেতা হিসেবে পরিচালক ও দর্শককে খুশি করতে। তাহলেই আমি শান্তিতে ঘুমাতে পারি।’
আড্ডার শেষে উঠে আসে দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ। ‘ফাইটার’ ছবিতে তাঁরা প্রথমবার জুটি বেঁধে এসেছেন।
পর্দায় তাঁদের রসায়ন রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। দীপিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গে হৃতিক বলেন, ‘দীপিকা অভিনয়ের পাশাপাশি নাচেও সাবলীল। আমি ওর কাছ থেকে এই ছবির গান “শের খুল গয়ে”র হুক স্টেপ শিখেছিলাম। এই স্টেপ করতে আমাকে প্রচুর ঘাম ঝরাতে হচ্ছিল। দীপিকা সহজে আমাকে স্টেপটা শিখিয়ে দিয়েছিল। ওর মতো অভিনেত্রীর সঙ্গে সবাই কাজ করতে চাইবে।’