ঘরে ‘কাজের কথা’ বলেন না ইয়ামি

স্ত্রী অভিনেত্রী, স্বামী পরিচালক—তাই বেডরুমে কাজ নিয়ে আলাপ হওয়ার সুযোগ থেকেই যায়। তবে ইয়ামি গৌতম জানালেন, কাজ আর সংসার—দুটোর মধ্যে দূরত্ব রাখতে পারেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গ ছাড়াও অনেক বিষয় নিয়েই কথা বলেছেন তিনি।

ইয়ামি গৌতম
এএনআই

‘অভিনয় পেশাটা এমন, যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে কঠিন পরীক্ষা নেবে। ফলে কাজ শেষ বাসায় ফিরে আপনার কাজ নিয়ে কথা বলতে ইচ্ছা করবে না। কারণ, পরদিন সকালেই আবার কাজে বেরিয়ে যেতে হবে,’ বলেন ইয়ামি। তবে সাক্ষাৎকারে ইয়ামি স্বীকার করেন, শুটিং সেট থেকে বাড়ি ফিরে অনেক সময় পুরোপুরি চরিত্রটি থেকে বের হতে পারেন না তিনি।

ইয়ামি গৌতম

ইয়ামির ভাষ্যে, ‘কিছু চরিত্র থাকে জটিল। আপনি চাইলেও এসব চরিত্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারবেন না। শুটিং শেষ তো সুইচ বন্ধ—ব্যাপারটি এভাবে করা যায় না।’

কাজ শেষে বাসায় ফিরে পুরোপুরি সংসারী হয়ে যান ইয়ামি। পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দেন, একসঙ্গে খাবার খান। পরিবারের সান্নিধ্যই তাঁকে পরদিনের কাজের জন্য তৈরি করে দেয় বলেও জানান অভিনেত্রী।

ইয়ামি গৌতম

ইয়ামি অবশ্য এখন পরিবার থেকে দীর্ঘ বিচ্ছেদে আছেন। কারণ, শুটিংয়ের প্রয়োজনে ৫০ দিন ধরে উত্তর ভারতে থাকতে হচ্ছে। এ সিনেমা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, অনেক দিন ধরেই বড় বাজেটের এ সিনেমার পরিকল্পনা চলছিল। দীর্ঘ শুটিং শিডিউল থাকায় সব অভিনয়শিল্পীর একসঙ্গে সময় মিলছিল না। অবশেষে সেটা হয়েছে।

ইয়ামি গৌতম

ইয়ামি অভিনীত সর্বশেষ সিনেমা ওএমজি–২ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে। এটি ছাড়াও চলতি বছর ওটিটিতে মুক্তি পাওয়া লস্ট ও চোর নিকাল কে ভাগাতেও ইয়ামির অভিনয় প্রশংসিত হয়েছে।