অনন্ত–রাধিকার আশীর্বাদে কারা ছিলেন? দেখে নিন ১২টি ছবি
গত শনিবার হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানের মতো এখানেও ভিড় করেন তারকারা। কারা ছিলেন এই আয়োজনে? এএফপি অবলম্বনে দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে।
বিনোদন ডেস্ক
অনুষ্ঠানে ছিলেন অমিতাভ বচ্চন। এএফপিআশীর্বাদেও দিশা পাটানিকে দেখা যায় আকর্ষণীয় পোশাকে। এএফপি