দক্ষিণ ভারতীয় তারকা শ্রুতি হাসানের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। মুম্বাইয়ের চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে চার বছরের সম্পর্কে ইতি টেনেছেন কমল হাসানের কন্যা শ্রুতি।
ইনস্টাগ্রামে একে অপরকে আন ফলো করার পর প্রেম ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাসখানেক আগেই আলাদা হয়েছেন তাঁরা।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে শ্রুতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে শান্তনুও মুখ খোলেননি। ইতিমধ্যে ইনস্টাগ্রাম থেকে শান্তনুর সব ছবি মুছে ফেলেছেন শ্রুতি হাসান।
এর আগে বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তনুর সঙ্গে প্রেম নিয়ে আলাপ করেছিলেন শ্রুতি হাসান। তিনি বলেছিলেন, ‘শিল্প, সংগীত ও গানের প্রতি পারস্পরিক আগ্রহের কারণে দুজনের বন্ধুত্ব জমে উঠেছিল। তিনি খুবই মেধাবী একজন মানুষ।’