মোটে বছর পাঁচেকের ক্যারিয়ার। এর মধ্যেই অভিনেত্রী হিসেবে নজর কেড়েছেন তিনি। প্রেক্ষাগৃহের দর্শকের কাছে না হলেও ওটিটির দর্শকের কাছে পরিচিত নাম তৃপ্তি দিমরি। কোভিড মহামারির সময় নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘বুলবুল’-এ অভিনয় করে আলোচিত হন এই অভিনেত্রী। একই প্ল্যাটফর্মে গত বছর মুক্তি পাওয়া তাঁর ওয়েব সিনেমা ‘কলা’ও ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে অভিনয় নয়, এবার তিনি আলোচনায় প্রেমের খবর নিয়ে, যা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
‘বুলবুল’ ও ‘কলা’ ওয়েব কনটেন্টেরই প্রযোজক কর্ণেশ শর্মা, যিনি অভিনেত্রী আনুশকা শর্মার ভাই। এই কর্ণেশ ও তৃপ্তি দিমরির সম্পর্ক নিয়ে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার মিলল সেই গুঞ্জনের সত্যতা।
চলচ্চিত্র প্রযোজক সৌরভ মালহোত্রা তৃপ্তি ও কর্ণেশের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটিতে দুজনকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটিতে হার্টের ইমোজি দিয়ে কর্ণেশের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন তৃপ্তি।
এর আগে নিজের প্রেম নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলেননি তৃপ্তি দিমরি। তবে ‘কলা’ মুক্তির আগে আনুশকা ও কর্ণেশের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ‘তাদের সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। দুজনেই খুব পরিশ্রমী, আমার মতো তারাও ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। পরিশ্রম দিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। এ ছাড়া প্রযোজক হিসেবে দুজনই অকুতোভয়।’
‘কলা’–তে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন তৃপ্তি দিমরি। এমনকি তাঁর ভূয়সী প্রশংসা করেছেন কঙ্গনা রনৌতও।