‘এখনো শরীরে যন্ত্রণা অনুভব করি’

মনোজ বাজপেয়ী
ছবি : এএনআই

‘নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। ওপরওয়ালার কৃপায় আমি আমার ক্যারিয়ারের শততম ছবিটি করতে চলেছি। শুরুতে আমি কল্পনা করতেও পারিনি যে দশটা সিনেমা করব! অনেকেই এখানে সংগ্রাম আর পরিশ্রম করেন। কিন্তু কম মানুষই আমার মতো সুযোগ পান। এই দীর্ঘ সময়ে আমি এত মানুষের এত ভালোবাসা আর সম্মান পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ’—‘ভাইয়া জি’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আবেগভরা কণ্ঠে কথাগুলো বলেছিলেন বলিউডের ‘দেশি সুপারস্টার’ মনোজ বাজপেয়ী।

‘ভাইয়া জি’ সিনেমার লুকে মনোজ।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেল মনোজ বাজপেয়ী অভিনীত এবং প্রযোজিত ছবি ‘ভাইয়া জি’। অবশ্য প্রযোজনার মূল দায়িত্ব সামলেছেন তাঁর স্ত্রী অভিনেত্রী শাবানা রাজা বাজপেয়ী। অপূর্ব সিং কার্কি পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্ব ভাগ করে নিয়েছেন আরও দুই প্রযোজক। ‘ভাইয়া জি’ মনোজের ক্যারিয়ারের শততম ছবি। তাই এই ছবিটিকে ঘিরে একটু বেশিই আবেগপ্রবণ মনোজ।

মনোজ বাজপেয়ী

বলার অপেক্ষা রাখে না, ছবিটি যে মনোজের জন্য বিশেষ কিছু। বৃহস্পতিবার মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেছে কীভাবে রবিনহুডের পিতা মনোজ বাজপেয়ী তাঁর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার একটি মিশনে নামেন এবং লড়াইয়ে রক্তস্নানের প্রতিশ্রুতিও দেন! ট্রেলারে স্পষ্ট, এ ছবিতে মনোজকে জমিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। পরিচালকের তথ্যমতে, এই প্রথম তিনি এ রকম এমন বড় পরিসরে অ্যাকশন করতে চলেছেন। ‘ভাইয়া জি’ প্রসঙ্গে মনোজ বলেন, ‘অপূর্ব (পরিচালক) বলে যে আমাকে নিয়ে এই ছবিটা বানাতে চায়। আমি তখন সঙ্গে সঙ্গে রাজি হইনি। আমি বলেছিলাম অন্য অভিনেতাকে মুখ্য চরিত্রের জন্য আমি নিয়ে আসব। কিন্তু অপূর্ব নাছোড়বান্দা ছিল। প্রায় সাত-আট বছর আমার পেছনে পড়ে ছিল। অবশেষে আমি ছবিটি করতে রাজি হই।’

প্রযোজকের মতে, ‘ভাইয়া জি’ ছবিতে দুরন্ত অ্যাকশন করে মনোজ বলিউডের যেকোনো নামকরা অ্যাকশন হিরোকে টক্কর দিতে চলেছেন। ৫৫ বছর বয়সী এই অভিনেতা মজার ছলে বলেন, ‘এই বয়সে এসে এত ধকল কি সহ্য হয়! এখনো আমি শরীরে যন্ত্রণা অনুভব করি। আট-নয় মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হইনি। অপূর্বকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সব অ্যাকশন দৃশ্য ও আমাকে দিয়ে করাচ্ছে কেন। শরীরে অসম্ভব যন্ত্রণা নিয়ে পরের দিন শুটিংয়ে যেতে হয়েছে। আর্থিক ক্ষতি হবে বলে একদিন-ও শুটিং বন্ধ রাখতে পারিনি। আমরা সবাই এই ছবির জন্য অনেক পরিশ্রম আর আবেগ দিয়ে কাজ করেছি।’
ছবিতে মনোজের প্রধান প্রতিপক্ষ হিসেবে সুবিন্দর পাল ভিকিকে দেখা যাচ্ছে। রয়েছেন জোয়া হোসেন, ভিপিন শর্মা, যতীন গোস্বামী প্রমুখ। ২৪ মে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।