মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সে ঝড় এতটাই, জুলাই মাসে অনেকগুলো সিনেমার মুক্তি পিছিয়ে গেছে। মুক্তির পর ১০ দিন পার করেছে সিনেমাটি। এ ১০ দিনে কত আয় করল জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
‘কল্কি ২৮৯৮ এডি’ হতে যাচ্ছে চলতি বছরের প্রথম ছবি, যা ৫০০ কোটি রুপি আয় করতে যাচ্ছে। গতকাল ছবিটির ব্যবসা আয় প্রায় ১০৬ শতাংশ বেড়েছে। মনে করা হচ্ছে, আজকেই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে।
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে।
দ্বিতীয় দিনে ছবিটি মোট ৫৪ কোটি রুপির ব্যবসা করেছে। এভাবে ছুটির দিন ছাড়াও ছবিটির আয় মোটামুটি ভালোই হয়েছে।
মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ৪১৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। এরপর নবম দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবার, ৫ জুলাই ছবিটি বক্স অফিসে ১৬ কোটি ৭০ লাখ রুপি আয় করেছে। দশম দিনের আয় ৩৪ কোটি ৪৫ লাখ রুপি। সব মিলিয়ে ১০ দিনে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৬৬ কোটি রুপিতে। এর মধ্যে মূল ব্যবসা এনে দিয়েছে তেলেগু সংস্করণ।
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি। ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন, বিজয় দেবেরাকোন্ডা, এস এস রাজামৌলি, রাম গোপাল ভার্মাকে অতিথি চরিত্রে দেখা গিয়েছে।